BGMI ভারতে ফিরে এল আবার। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল এই ফোনের উপর থেকে। আর এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে গেমারদের মধ্যে।
তাঁদের মধ্যে ফের নতুন করে উন্মাদনা দেখা দিয়ে এই গেম নিয়ে। অনেকেই চাইছেন এমন ফোন কিনতে যেখানে সহজেই নির্বিঘ্নে BGMI খেলা যায়। আপনিও তাই যদি BGMI খেলতে গেমিং ফোন চান তাও 20,000 টাকার মধ্যে তাহলে দেখুন পছন্দের তালিকায় কোন কোন অপশন রাখবেন।
এই ফোনে আছে AMOLED ডিসপ্লে সহ 120 HZ রিফ্রেশ রেট। এখানে ব্যবহারকারীরা 1080X2460 পিক্সেলের রেজোলিউশন পাবেন। এখানে ARM Cortex A78 প্রসেসর সহ 2.6 GHZ আছে।
8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন এই ফোনে। MediaTek Dimensity 7050 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 13 রয়েছে এই ফোনে। 66W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4700 mAh ব্যাটারি আছে।
কয়েক সপ্তাহ আগেই এই ফোন ভারতের বাজারে লঞ্চ করেছে। দাম 19,999 টাকা।
IQOO -এর এই ফোনে আছে AMOLED ডিসপ্লে সহ 90 HZ রিফ্রেশ রেট। এখানে ব্যবহারকারীরা 1080X2400 পিক্সেলের রেজোলিউশন পাবেন। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত দুটো মডেল পাবেন এই ফোনে।
MediaTek Dimensity 920 প্রসেসর রয়েছে এই ফোনে। 4500 mAh ব্যাটারি আছে। এটির দাম 18,999 টাকা। Vivo অনলাইন স্টোর, Flipkart, Amazon থেকে কেনা যাবে এটি।
এই ফোনে আছে AMOLED ডিসপ্লে সহ 90 HZ রিফ্রেশ রেট। এখানে ব্যবহারকারীরা 1080X2400 পিক্সেলের রেজোলিউশন পাবেন। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ সহ দুটো মডেল পাবেন এই ফোনের।
Qualcomm Snapdragon 695 প্রসেসর রয়েছে এই ফোনে। 44W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি আছে। এই ফোনের দাম 18,999 টাকা।
এই ফোনে আছে AMOLED ডিসপ্লে সহ 120 HZ রিফ্রেশ রেট। এখানে ব্যবহারকারীরা 1080X2400 পিক্সেলের রেজোলিউশন পাবেন। এখানে 5টি স্টোরেজ মডেল আছেন। 6 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ, 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 6 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
Qualcomm Snapdragon 695 5G প্রসেসর রয়েছে এখানে। 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে। এই ফোনের দাম রাখা হয়েছে 18,999 টাকা। এটা Amazon এবং Poco ওয়েবসাইট থেকে কেনা যাবে।
এই তালিকার শেষ ফোন হল Realme 10 Pro, এখানে আছে IPS LCD ডিসপ্লে সহ 120 HZ রিফ্রেশ রেট। এখানে ব্যবহারকারীরা 1080X2400 পিক্সেলের রেজোলিউশন পাবেন। এই ফোনের চারটি স্টোরেজ মডেল আছে, 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ, 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
Qualcomm Snapdragon 695 প্রসেসর রয়েছে এই ফোনে। 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে। এটার দাম 18,999 টাকা। Amazon, Flipkart এবং Realme অনলাইন স্টোর থেকে কেনা যাবে এটি।