Vivo- এর তরফে তাদের পরবর্তী Foldable ফোন বাজারে লঞ্চ হতে চলেছে। চলতি মাসেই লঞ্চ করতে পারে Vivo X Fold 2। ইতিমধ্যেই কোম্পানির তরফে এই ফোনটিকে চিনের একটি পাবলিক ইভেন্টে প্রকাশ্যে আনা হয়েছে। Weibo ওয়েবসাইটে এই ফোনের একাধিক ছবি পোস্ট করা হয়েছে। সেখান থেকে এই ফোনের বিষয়ে নানা তথ্য উঠে এসেছে। এই ফোনের বিষয়ে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বলেছেন এটি একটি অল রাউন্ডার এবং হালকা Foldable ফোন হতে চলেছে। লঞ্চের আগে দেখে নিন এই ফোনের সেরা 5 ফিচার।
1. এই ফোনটি লাল রঙে লঞ্চ করতে পারে। এখানে যে ক্যামেরা আইল্যান্ড থাকবে সেটার সঙ্গে Vivo X90 সিরিজের ক্যামেরা আইল্যান্ডের বেশ মিল থাকতে পারে।
2. অনুমান করা হচ্ছে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় মিলবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। এছাড়া 12 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা থাকতে পারে এখানে। Zeiss এর সঙ্গে হাত মিলিয়ে এই ফোনের ক্যামেরা তৈরি করতে পারে Vivo।
3. Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে চলতে পারে এই ফোন। সঙ্গে মিলতে করে 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ।
4. অ্যান্ড্রয়েড 13 সফটওয়্যার মিলবে বলেই আশা করা হচ্ছে এই হবে। বিশ্ববাজারে যখন লঞ্চ করবে তখন এখানে Funtouch OS সাপোর্ট মিলতে পারে এখানে।
5. 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4800 mAh ব্যাটারি থাকবে বলেই অনুমান করা হচ্ছে এই ফোনের।
এছাড়া জানা গিয়েছে এই ফোনে পাঞ্চ হোল কাটআউট থাকবে। মেটাল চ্যাসিস থাকবে এই ফোনে। সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলেও অনুমান করা হচ্ছে।