আসছে Android 14, কোন 5 ফিচার আপনার স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে ভাল করবে?
অ্যান্ড্রয়েড 14 আসতে চলেছে শীঘ্রই
এটি Google I/O 2023 ইভেন্টে লঞ্চ করতে পারে
এখানে স্যাটেলাইট কলিংয়ের সুবিধা থাকতে পারে
Android 14 শীঘ্রই লঞ্চ করতে পারে। এটি Google I/O 2023 ইভেন্টে লঞ্চ করতে পারে বলেই মনে করা হচ্ছে। Google -এর তরফে এর আগে এটার পূর্বসূরি হিসেবে লঞ্চ করা হয়েছিল অ্যান্ড্রয়েড 13।
অ্যান্ড্রয়েড 13 একগুচ্ছ নতুন আপডেট আনা হয়েছিল পারফরমেন্স, প্রাইভেসি, সিকিউরিটির ক্ষেত্রে। অ্যান্ড্রয়েড 14-ও হয়তো তেমন কিছু একাধিক জরুরি আপডেট নিয়ে আসবে।
এই বছরের শেষে সমস্ত ব্যবহারকারীদের কাছে এই আপডেট পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। দেখুন এটির সেরা 5 ফিচার কী কী।
অ্যান্ড্রয়েড 14 এর সেরা 5 ফিচার –
Customisable Fonts and Scaling
গ্রাহকদের কাস্টোমাইজেশনের সুবিধা হামেশাই দিয়ে এসেছে অ্যান্ড্রয়েড। এবার জানা গিয়েছে বড় সাইজের ফন্ট আনা হবে অ্যান্ড্রয়েড 13 -এর তুলনায় এটা 200% পর্যন্ত স্কেল করা যাবে 130% এর বদলে। নন লিনিয়ার ফন্ট স্কেলিং -এর সুবিধা পাওয়া যাবে এখানে।
Changes in privacy and security
যে অ্যাপগুলো দীর্ঘদিন আপডেট হয়নি সেই অ্যাপ ডাউনলোড করতে বাধা দেবে এই আপডেট। এতে আপনার ফোন ম্যালওয়্যার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে।
Kill third party task manager
Android -কে এবার একটি ম্যাচিওর অপারেটিং সিস্টেম বলাই যায়। এর আগে থার্ড পার্টি টাস্ক ম্যানেজার কাজকে কঠিন করে তুলতো প্রয়োজনের তুলনায়। এখন অ্যান্ড্রয়েড 14 হয় শেষ করবে নইলে বাধা দেবে এই ধরনের টাস্ক ম্যানেজারকে। API অ্যালাও করবে না আর এই অপারেটিং সিস্টেম।
Separate sliders for ringtone and notification
অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোনে একই ভলিউম স্লাইডার থাকে নোটিফিকেশন এবং কলের জন্য। এবার হয়তো অ্যান্ড্রয়েড 14 এই দুটোর জন্য আলাদা আলাদা স্লাইডার আনবে। এটার সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনের কাস্টোমাইজেশন আরও বেড়ে যাবে।
Satellite connectivity support
Android 14 স্যাটেলাইট কানেকটিভিটির সাহায্য নিয়ে আসতে পারেন ফলে কোনও জরুরি অবস্থায় ব্যবহারকারীরা এটার সাহায্যে যোগাযোগ করতে পারবেন। অনেকটা iPhone -এর মতো এই ফিচার।
এই 5টি হল সেরা ফিচার হবে অ্যান্ড্রয়েড 14 -এর। এছাড়াও একাধিক ফিচার থাকবে এই অপারেটিং সিস্টেমে। ইতিমধ্যেই এই অপারেটিং সিস্টেমের প্রথম বিটা ভার্সন লঞ্চ করে গেছে পরীক্ষার জন্য।
এবার এটা একাধিক বিটা টেস্টারদের পরীক্ষা করে দেখা হবে। ফাইনাল ভার্সন এই বছরের তৃতীয় কোয়ার্টারে লঞ্চ করতে পারে বলেই জানা গিয়েছে। অর্থাৎ অগাস্ট, সেপ্টেম্বরে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile