3G ফোনে মিলবে 4G নেট, এই অ্যাপ এর মাধ্যমে
তবে এমন একটা অ্যাপস আছে যা ব্যবহার করলে 3G ফোনকে সহজেই 4G ফোন বানিয়ে দেওয়া যাবে।
আজকাল টেকনোলজির দুনিয়ায় জিও আর্বিভাবের পর থেকেই 4G হ্যান্ডসেটের খুব চাহিদা। যারা সবে 3G হ্যান্ডসেট সেট কিনে ফেলেছেন, তারা এখন হাত কামড়াচ্ছেন। তবে এমন একটা অ্যাপস আছে যা ব্যবহার করলে 3G ফোনকে সহজেই 4G ফোন বানিয়ে দেওয়া যাবে। কীভাবে? জেনে নিন কীভাবে অ্যাপটি ব্যবহার করবেন..
আরও দেখুন : জিওকে টেক্কা, 18GB 3G/4G ডেটা এয়ারটেল দিচ্ছে এত কম টাকায়!
গুগল প্লে স্টোর থেকে MTK ENGINEERING MODE নামের APP-টি ডাউনলোড করুন, তারপর অ্যাপটির মেন্যুতে গিয়ে অ্যাডভান্সড সেট অ্যাপে ক্লিক করুন। অ্যাপটি ওপেন করে ইঞ্জিনিয়ারিং মোডের 'mobile specific code'। এটি আপনার হেডসেট নির্মাণকারী সংস্থার সার্ভিস সেন্টারে পাবেন। নেটওয়ার্ক মোডে গিয়ে '4G LTE, WCDMA and GSM' অপশন সিলক্ট করুন এবং সেভ করুন। মোবাইলটি একবার রিস্টার্ট করুন। তার পর আপনার 3G ফোন দেবে 4G নেট এর মজা.
আরও দেখুন : স্মার্টফোনে আসক্তি কমাতে বাজারে আসছে অ্যান্টি-স্মার্টফোন
আরও দেখুন : নুবিয়া Z11 স্মার্টফোন ভারতে ডিসেম্বরে হবে লঞ্চ
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile