360 N5S ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হল
এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 653 প্রসেসার আছে
360 মোবাইল নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনের দাম 1699 ইউয়ান অর্থাৎ প্রায় Rs 15,990। এই ডিভাইসে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে।
এই ডিভাইসে 1920×1080 রেজিলিউশন আছে। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 653 প্রসেসার আছে। এই ডিভাইসে 6GB র্যাম আছে। এই ডিভাইসের ব্যাটারি 3770mAh।
আরও দেখুনঃ Xiaomi Mi Mix 2 তে থাকবে Samsung এর ডুয়াল কার্ভড AMOLED ডিসপ্লে
এই ডিভাইসে কুইক চার্জিং 3.0 সাপোর্ট আছে। এই স্মার্টফোনটি 7.1 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ডিভাইসে 13 আর 2 মেগাপিক্সালের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সেটআপ আছে। এছাড়া এই ডিভাইসে 4G, WiFi, NFC, Bluetooth, WiFi hotspot, GPS/AGPS আর মাইক্রো ইউএসবি পোর্ট আছে।
এই ডিভাইসটির মেজারমেন্ট 153.5 x 76.9 x 8.0 mm আর ওজন 170 গ্রাম।
আরও দেখুনঃ Xiaomi Mi 6 Ceramic Edition এর সেল শুরু হয়ে গেছে
আরও দেখুনঃ Nubia Z 17, 1 জুন লঞ্চ হবে