9000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 32MP সেলফি ক্যামেরা সর Realme 5G স্মার্টফোন, জানুন নতুন দাম কত

9000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 32MP সেলফি ক্যামেরা সর Realme 5G স্মার্টফোন, জানুন নতুন দাম কত
HIGHLIGHTS

Realme চলতি বছরের শুরুতে ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme 12 Pro plus 5G লঞ্চ করেছিল

রিয়েলমি 12 প্রো প্লাস ফোনের দাম কমিয়ে দিয়েছে কোম্পানি

রিয়েলমি 12 প্রো প্লাস 5জি স্মার্টফোনের টপ মডেল 12GB RAM+256GB স্টোরেজ 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে

Realme চলতি বছরের শুরুতে ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme 12 Pro plus 5G লঞ্চ করেছিল। এখন এই ফোনের আপগ্রেড Realme 13 series বাজারে এসে গেছে। সেই কারণে কোম্পানি তার পুরনো মডেল রিয়েলমি 12 প্রো প্লাস ফোনের দাম কমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ছাড়ের পাশাপাশি ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে, যার পরে স্মার্টফোনটি আর কম দামে কেনা যাবে। আসুন স্মার্টফোনের নতুন দাম এবং স্পেসিফিকেশন কী জেনে নেওয়া যাক।

Realme 12 Pro Plus 5G অফার এবং দাম

কোম্পানি রিয়েলমি 12 প্রো প্লাস 5জি স্মার্টফোনের টপ মডেল 12GB RAM+256GB স্টোরেজ 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। এর সাথে কোম্পানি এতে 3000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হবে। সব অফার মিলিয়ে গ্রাহকরা মোট 9000 টাকার ছাড় পাবেন।

আরও পড়ুন: জলের দরে বিক্রি হচ্ছে 200MP ক্যামেরা সহ Samsung Galaxy S23 Ultra 5G ফোন, জানুন নতুন দাম কত

সমস্ত অফারের পর ফোনের 12GB RAM+256GB স্টোরেজের দাম কমে 24,999 টাকা হয় যাবে।

Realme 12 Pro 5G

একই ভাবে ফোনের 8GB+256GB মডেলে মোট 8000 টাকার ছাড় পাওয়া যাবে। ছাড়ের পর ফোনটি মাত্র 22,999 টাকায় কেনা যাবে।

অফারে কোথায় কিনবেন রিয়েলমি 12 প্রো প্লাস 5জি ফোনটি

আপনি রিয়েলমি 12 প্রো প্লাস 5জি ফোনের এই অফারটি কোম্পানির ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।

রিয়েলমি 12 প্রো প্লাস 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: রিয়েলমি 12 প্রো প্লাস ফোনে 6.7-ইঞ্চি FHD+ কার্ভড ডিসপ্লে রয়েছে। এটি 2412×1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 240 টাচ স্যাম্পলিং রেট এবং 950 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: রিয়েলমি 12 প্রো প্লাস ফোনে কোয়ালকম Snapdragon 7s Gen 2 চিপসেট দেওয়া।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে OIS সহ 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর, সাথে 6X জুম সাপোর্ট এবং 120x ডিজিটাল সুপার জুম সহ 32MP OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32MP সেন্সর দেওয়া।

ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি 12 প্রো প্লাস ফোনে 67W ফাস্ট চার্জিং সহ 5000mAh বড় ব্যাটারি পাওয়া যাবে।

আরও পড়ুন: 100W SuperVOOC চার্জিং সহ শক্তিশালী OnePlus 5G স্মার্টফোনে দেদার ছাড়, সাথে মিলবে বিনামূল্যে ইয়ারবডস

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo