Realme তার লেটেস্ট GT Series এর আওতায় চীনের বাজারে Realme GT 5 লঞ্চ করে দেওয়া হয়েছে। লেটেস্ট স্মার্টফোনটি Snapdragon 8 Gen 2 চিপসেটে কাজ করে। ফোনের বিশেষ ফিচার হল এতে 24GB পর্যন্ত RAM এবং 1TB স্টোরেজ সহ আসে।
লেটেস্ট Realme GT 5 ছাড়া এই বিশ্বের মাত্র দুটি ফোন বর্তমানে 24GB র্যামের সাথে আসে – OnePlus Ace 2 Pro এবং Nubia এর Red Magic 8S Pro+। রিয়েলমির লেটেস্ট স্মার্টফোনে আরেকটি বিশেষ ফিচার হল 240W ফাস্ট চার্জিং এবং Pro XDR ডিসপ্লে। আসুন জেনে নেওয়া যাক আর কী কী ফিচার রয়েছে এই ফোনে।
https://twitter.com/realmeglobal/status/1696130519933616147?ref_src=twsrc%5Etfw
Realme GT 5 ফোনে 6.74-ইঞ্চির 1.5K প্রো XDR হাই ডায়নামিক ডিসপ্লে পাওয়া যাবে। এতে 144Hz রিফ্রেশ রেট অফার করা হয়েছে। এর সাথে দুর্দান্ত স্ক্রিন এক্সপেরিয়েন্সের জন্য় X7 ডিসপ্লে চিপ ফিট করা হয়েছে।
Realme GT 5 ফোনে পাওয়ারফুল কোয়ালকম Snapdragon 8 Gen 2 চিপসেট লাগানো হয়েছে। এর পাশাপাশি, এড্রেনো GPU রয়েছে।
স্টোরেজ এর হিসেবে ফোনে 24GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সাপোর্ট পাওয়া যাবে। বলে দি যে 24GB RAM সহ এখনও পর্যন্ত বাজারে Oneplus এবং Nubia এনেছিল, তবে এখন Realme ও যোগ হল।
https://twitter.com/realmeglobal/status/1696100308839968887?ref_src=twsrc%5Etfw
ফোনের ব্য়াক প্যানেলে LED Flash সহ থাকছে তিনটি রিয়ার ক্যামেরা। ফোনের মেইন সেন্সর হল 50 মেগাপিক্সেলের Sony IMX890, যা OIS সাপোর্ট করে। এছাড়া রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স।
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য় 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
ফোনটি দুটি ব্যাটারি মডেলে নিয়ে এসেছে কোম্পানি। এতে একটি 4600mAh ব্যাটারি সহ 240W এর ফাস্ট চার্জিং রয়েছে এবং 5240mAh ব্যাটারিতে 150W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।
Realme GT 5 ফোনটি Android 13 ভিত্তিক Realme UI 4.0 এর কাজ করবে।
এখানে দেওয়া ভিডিওতে আপনি ফোনের প্রতিটি ফিচার এবং স্পেসিফিকেশনের পয়েন্ট টু পয়েন্ট ডিটেল দেখতে পারবেন।
রিয়েলমির নতুন ফ্ল্যাগশিপ ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে-
ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম RMB 2999, যা ভারতীয় দাম অনুযায়ী প্রায় 34,000 টাকায় কেনা যাবে এই ফোন।
ডিভাইসের 16GB RAM + 512GB মডেলটি RAM 3299, ভারতীয় দাম অনুযায়ী প্রায় 37000 টাকা রাখা হয়েছে।
ফোনের টপ মডেলের কথা বললে, এটি 24GB RAM এর সাথে 1TB স্টোরেজের সাথে আসে, যার দাম হচ্ছে RMB 3799 প্রায় 43000 টাকা।
Realme GT 5 ফোনটি 4 সেপ্টেম্বর থেকে চিনের বাজারে বিক্রি করা হবে।
ফোনটি Flowing silver illusion mirror (সিলভার) এবং Starry Oasis (গ্রিন) কালার অপশনে কেনা যাবে।