200MP মেইন ক্যামেরা এবং 67W চার্জিং সহ Redmi ফোনে বাম্পার ছাড়, 3000 টাকা সস্তায় কেনার সুযোগ

200MP মেইন ক্যামেরা এবং 67W চার্জিং সহ Redmi ফোনে বাম্পার ছাড়, 3000 টাকা সস্তায় কেনার সুযোগ
HIGHLIGHTS

Redmi Note 13 Pro 5G ফোনটি Amazon সাইটে দুর্দান্ত ডিলে বিক্রি হচ্ছে

200MP ট্রিপল ক্যামেরা সহ ফোনটি 20 হাজার টাকার কাছাকাছি দামে কেনা যাবে

রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের বেস মডেল 8GB RAM এবং 128GB স্টোরেজটি 24,999 টাকায় লিস্ট করা

Xiaomi এর রেডমি নোট সিরিজের স্মার্টফোন ভারতে বেশ জনপ্রিয়। কম দামে কোম্পানি দুর্দান্ত ফিচার অফার করে এই ফোনে। আপনি যদি পাওয়ারফুল ক্যামেরা সহ এমনই একটি ফোন খুঁজছেন, তবে Redmi Note 13 Pro 5G ফোনের এই ডিল আপনার কাজে আসবে। 200MP ট্রিপল ক্যামেরা সহ ফোনটি 20 হাজার টাকার কাছাকাছি দামে কেনা যাবে। রেডমি নোট ১৩ প্রো ফোনে Amazon সাইটে দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে।

Redmi Note 13 Pro 5G ফোনের বাম্পার অফার

রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের বেস মডেল 8GB RAM এবং 128GB স্টোরেজটি 24,999 টাকায় লিস্ট করা। তবে অফারের আওতায় আপনি এই ফোনটি মাত্র 21,999 টাকায় কিনতে পারবেন। এছাড়া, ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটি 26,999 টাকায় লিস্ট করা, যা কমে 23,999 টাকায় আপনার হতে পারে।

আরও পড়ুন: 1 বছর পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি! Airtel লঞ্চ করল একগুচ্ছ Prepaid Plan, ফ্রি Disney+Hotstar সহ আনলিমিটেড কল এবং ডেটা

অ্যামাজন রেডমির এই দুটি ফোনেই 3000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। যার পরে গ্রাহকরা এই দামে ফোনটি কিনতে পারবেন। ডিভাইসটি ব্লু, গ্রে এবং পিংক কালার অপশনে কেনা যাবে।

Redmi Note 13 Pro
রেডমির এই দুটি ফোনেই 3000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে

কোন ব্যাঙ্ক কার্ডে পাবেন এই অফার

গ্রাহকরা SBI বা ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 3000 টাকার ছাড় পেতে পারেন। গ্রাহকরা চাইলে তাদের পুরানো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে গ্রাহকরা ব্যাঙ্ক ছাড় এবং এক্সচেঞ্জ অফার একসাথে নিতে পারবেন না।

রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

শাওমি ফোনে 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডট ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। ফোনে প্রসেসর হিসেবে কোয়ালকম Snapdragon 7s Gen 2 5G চিপসেট দেওয়া।

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যা 200MP Samsung ISOCELL HP6 প্রাইমারি সেন্সর সাপোর্ট করে। ফ্রন্টে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

আরও পড়ুন: OnePlus Community Sale: 8000 টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্টে কিনুন ওয়ানপ্লাস ১২, ওয়ানপ্লাস ওপেন এবং নর্ড সিই৪ সহ এই ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo