200MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ Vivo X200 Pro এবং Vivo X200 ভারতে লঞ্চ, Google Pixel, iPhone এবং OnePlus কে টেবে টেক্কা
Vivo ভারতে তার ফ্ল্যাগশিপ Vivo X200 series লঞ্চ করেছে
নতুন লাইনআপ এর আওতায় দুটি স্মার্টফোন ভারতে তার ফ্ল্যাগশিপ Vivo X200 এবং Vivo X200 Pro আনা হয়েছে
প্রসেসর হিসেবে ভিভো এক্স200 এবং এক্স200 প্রো দুটি ফোনই মিডিয়াটেকের লেটেস্ট ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি 9400 চিপসেটে কাজ করে
Vivo ভারতে তার ফ্ল্যাগশিপ Vivo X200 series লঞ্চ করেছে। নতুন লাইনআপ এর আওতায় দুটি স্মার্টফোন ভারতে তার ফ্ল্যাগশিপ Vivo X200 এবং Vivo X200 Pro আনা হয়েছে। দুটি স্মার্টফোনেই টপ-অফ-দ্য-লাইন ক্যামেরা এবং ভাল পারফরম্যান্স পাওয়া যাবে। প্রসেসর হিসেবে ভিভো এক্স200 এবং এক্স200 প্রো দুটি ফোনই মিডিয়াটেকের লেটেস্ট ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি 9400 চিপসেটে কাজ করে।
দুটি স্মার্টফোনেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এবং এক্স200 প্রো মডেলে মেইন 200MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর রয়েছে। আসুন জেনে নেওয়া যাক ভারতে এই দুটি নতুন ভিভো ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী।
আরও পড়ুন: মাত্র 7499 টাকায় ভারতে লঞ্চ হল নতুন 32inch এবং 43inch Smart TV, দুর্দান্ত ফিচার দেখে নিন এক নজরে
Vivo X200 Pro ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে
ভিভো এক্স200 প্রো ফোনটি এলুমিনিয়াম ফ্রেম সহ ফ্রন্ট এবং রিয়ারে গ্লাস দেওয়া। এটি 6.78- ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট রয়েছে। এতে HDR10+,ডলবি ভিসন এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, Zeiss লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এতে 50MP মেইন ক্যামেরা, 200MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং 50MP আল্ট্রাওয়াইড লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারির ক্ষেত্রে, এক্স200 প্রো ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Vivo X200 ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে
নতুন ভিভো এক্স200 ফোনের ডিসপ্লে প্রো মডেলের থেকে একটু কম। ফ্রন্টে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এটি HDR10+ এবং 4500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য, এটি Zeiss লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসে। এটি 50MP মেইন ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো সেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড লেন্স সাপোর্ট করে। এতে 32MP সেলফি শুটার পাওয়া যাবে।
পাওয়ার দিতে ভিভো এক্স200 প্রো ফোনে 5800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
দুটি ফোনই Android 15 ভিত্তিক Funtouch OS 15 এবং 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হবে। এছাড়া প্রসেসর হিসেবে দুটি ফোনই ডাইমেনসিটি 9400 চিপসেটে কাজ করে।
ভারতে ভিভো এক্স200 সিরিজের দাম কত
ভেনিলা ভিভো এক্স200 ফোনটি ভারতে 65,999 টাকার শুরুর দামে লঞ্চ হয়েছে। অন্যদিকে এক্স200 প্রো মডেল 94,999 টাকার শুরুর দামে আনা হযেছে। দুটি স্মার্টফোনের বিক্রি Amazon সাইট থেকে করা হবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile