Samsung Galaxy S25 Ultra আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। তবে এই স্মার্টফোনের লঞ্চের আগেই Samsung Galaxy S23 Ultra ফোনে বাম্পার ছাড় পাওয়া যাচ্ছে। বলে দি যে এই ফোনটি 2023 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল। তবে এখন স্যামসাং গ্যালাক্সি এস23 5জি ফোনটি অর্ধেক দামে বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক দাম কম হওয়ার পরে স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনের নতুন দাম কত হবে।
যেমনটি আমরা আগেই জানিয়েছি যে গ্যালাক্সি এস23 সিরিজের ফোন 2023 সালের ফেব্রুয়ারি মাসে আনা হয়েছিল। লঞ্চের সময় গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনের দাম 1,24,999 টাকা রাখা হয়েছিল। তবে এখন স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনটি অর্ধেক দামে বিক্রি হচ্ছে। তবে এই দামে কি ফোনটি কেনা উচিত সেই বিষয় জেনে নেওয়া উচিত।
ই-কমার্স Amazon সাইটে গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনটি 50 শতাংশ ছাড়ের পর বিক্রি হচ্ছে। তবে এই ডিসকাউন্ট কোনো ব্যাঙ্ক ছাড় বা এক্সচেঞ্জ অফার ছাড়াই পাওয়া যাচ্ছে। তবে ফোনে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও থাকছে। গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনটি ফ্ল্যাট ডিসকাউন্টের পর সোজা 74,999 টাকায় বিক্রি হচ্ছে। যেখানে ফোনের আসল দাম ছিল 1,24,999 টাকা।
এবার জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা কতটা ভ্যালু ফর মনি হবে। ফিচারের কথা বললে, গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনটি 6.8-ইঞ্চি QHD+ ডিসপ্লে সহ আসে। এতে 3088×1440 পিক্সেল রেজোলিউশন, ডায়নামিক AMOLED এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া।
প্রসেসর হিসেবে এতে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট পাওয়া যাবে। যা অন্যান্য ফ্ল্যাগশিপ ডিভাইসের তুলনায় একটু পুরনো। তবে পুরনো হলেও অনেকটা উন্নত।
গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনটি Android 13 অপারেটিং সিস্টামে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি তরফে এতে 4 বছরের সফটওয়্যার আপডেট দেওয়া হবে বলে দাবি করা হয়েছে। তবে আপকামিং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 8 Elite সহ লঞ্চ হতে পারে।
ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনটি পুরনো হলেও দুর্দান্ত ক্যামেরা ফিচার অফার করে। এই ফোনে 200MP মেইন সেন্সর পাওয়া যাবে। ফোনে একটি আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 10MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এছাড়া থাকছে 10MP আরেকটি সেন্সর। সেলফি তোলার জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনটি 5000mAh ব্যাটারি সাপোর্ট করে।
আরও পড়ুন: Lava Yuva 4 vs TECNO POP 9: 7000 টাকার কম দামে 5000mAh ব্যাটারি সহ কোন স্মার্টফোন সেরা