সেরা ক্যামেরা স্মার্টফোনের কথা হলে সবার প্রথম নাম আসে Android ডিভাইসে Samsung এর। কোম্পানির 200MP ক্যামেরা সহ Samsung Galaxy S23 Ultra ফোন এদের মধ্যে একটি। স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনের ক্যামেরা DSLR ফোনকে টেক্কা দেয়। গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনের প্রতিযোগিতা Apple এবং Google এর সাথে হয়।
আপনি যদি এখন দাম বেশি হওয়ার কারণে এই ফোনটি না কিনতে পারেন, তবে এটাই সুযোগ। আসলে স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনের ফোন দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় এই ফোন আপনার হতে পারে।
আরও পড়ুন: Airtel, Jio নাকি BSNL: 300 টাকার কমে কার রিচার্জ প্ল্যান সেরা? কে দিচ্ছে বেশি ডেটা এবং বেনিফিট
অনলাইন শপিং সাইট Flipkart সাইটে স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনটি 45 শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। আসলে স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনের 256GB স্টোরেজ মডেলটি অর্ধেক দামে কিনতে পারবেন। ফ্লিপকার্টে 45 শতাংশ টাকা পর্যন্ত ছাড়ে ফোনটি কেনা যাবে।
বলে দি যে স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনের আসল দাম 1,49,999 টাকা ছিল। তবে এখন এটি 81,999 টাকায় ফ্লিপকার্টে লিস্ট করা। এছাড়া কোম্পানি Flipkart Axis Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 5 শতাংশ অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
ডিসপ্লের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনে 6.8-ইঞ্চির ডায়নামিক AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট করে।
পারফরম্যান্সের ক্ষেত্রে গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনে Snapdragon 8 Gen 2 প্রসেসর অফার করা। ফোনের সাথে 12 জিবি RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে এই স্মার্টফোনে 4টি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এটি 200+10+10+12MP সেন্সর সহ আসে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 12MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: OnePlus 13R vs OnePlus 12R: ওয়ানপ্লাস 12আর এর তুলনায় এই 5 বড় আপগ্রেড সহ আসবে ওয়ানপ্লাস 13আর, জানুন