সুপার ফাস্ট 5G স্পিড এবং 12GB RAM Realme ফোনের আগামীকাল প্রথম সেল, 5 পয়েন্টে জানুন সমস্ত ফিচার এবং স্পেক্স
Realme Narzo 60x 5G ফোনে 12GB RAM এবং শক্তিশালী ব্যাটারি অফার করেছে
Narzo 60x 5G ফোনের প্রথম সেল আগামীকাল অর্থাৎ 12 সেপ্টেম্বর হতে চলেছে
Narzo 60x 5G ফোনের 4GB RAM মডেলটি 12,999 টাকায় এবং 6GB RAM মডেলটি 14,499 টাকায় কেনা যাবে
Realme Narzo 60x 5G First Sale India: Realme এর তরফে গত সপ্তাহে একটি দুর্দান্ত স্মার্টফোন Realme Narzo 60x 5G লঞ্চ করা হয়েছে। এই ফোনের প্রথম সেল আগামীকাল অর্থাৎ 12 সেপ্টেম্বর হতে চলেছে। ফোনের বিশেষত্ব হল যে এই ফোনটি কোম্পানি এই ফোনটি এখন পর্যন্ত সবচেয়ে কম দামের 5G স্মার্টফোন হিসেবে চালু করেছে।
Realme Narzo 60x 5G ফোনে 12GB RAM এবং শক্তিশালী ব্যাটারি অফার করেছে। আসুন জেনে নেওয়া যাক প্রথম সেলে কোম্পানি Narzo 60x 5G ফোনে কী অফার করতে চলেছে।
আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ Oneplus 5G ফোনে দেদার ছাড়! জানুন কোথায় পাবেন এই বাম্পার অফার
Realme Narzo 60x 5G দাম এবং অফার
Narzo 60x 5G ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনে 4GB RAM+128GB এবং 6GB RAM+128GB স্টোরেজ অফার করা হয়েছে। ফোনের 4GB RAM মডেলটি 12,999 টাকায় এবং 6GB RAM মডেলটি 14,499 টাকায় কেনা যাবে।
Realme প্রথম সেলে ফোনে 1000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেবে। ছাড়ে পর ফোনের দাম 1000 টাকা কমে যাবে। এছাড়া থাকছে Narzo 60X সেলে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারও।
Can you guess how the #realmenarzo60x5G stays ready?
Search 'realme narzo 60X 5G' on @amazonIN or https://t.co/n3vAbwM2m7, take a screenshot of the answer, RT this tweet using #Next5GSpeedFrontier for a chance to #win* #realme goodies!
*T&C Apply: https://t.co/bpmMc6zXnQ pic.twitter.com/qA4GOoEQWk
— realme narzo India (@realmenarzoIN) September 11, 2023
Realme Narzo 60x 5G ফোনটি কেন কিনবেন?
12,999 টাকার নারজো 60x স্মার্টফোনে একটি বড় ডিসপ্লে পাওয়া যাবে, যার ডিসপ্লে 6.73-ইঞ্চির Full HD+ IPC রয়েছে।
Narzo 60x 5G ফোনে MediaTek Dimensity 6100+ প্রসেসর সাপোর্ট দেওয়া হেয়েছে। এছাড়া এতে Mali G57 MC2 GPU রয়েছে।
ফোনে 6GB RAM এবং 128GB স্টোরেজ অপশন দেওয়া। এছাড়া রয়েছে 6GB ভার্চুয়াল RAM সাপোর্ট।
ফটোগ্রাফির জন্য Realme Narzo 60X 5G ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
আপনি যদি একটি বড় ব্যাটারি সহ স্মার্টফোন কিনতে চান তবে Realme ফোনটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। Narzo 60X 5G ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে। কোম্পানি দাবি করছে যে ফোনটি মাত্র 29 মিনিটে 50 শতাংশ চার্জ হবে।
আরও পড়ুন: Upcoming iPhone 15 Series: লঞ্চের আগেই জানুন নতুন আইফোন সিরিজের দাম, কেমন হবে ক্যামেরা, ডিজাইন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile