4000 টাকা সস্তা হল 108MP রিয়ার এবং 50MP সেলফি ক্যামেরা সহ সবচেয়ে সস্তা ফোন, হোলি ধামাকা সেলে ঝটপট কিনে নিন

Updated on 13-Mar-2025
HIGHLIGHTS

100MP OIS সহ প্রাইমারি ক্যামেরা এবং 50MP ক্যামেরা সহ Tecno Camon 30 5G একটি ভাল বিকল্প হতে পারে

অ্যামাজন সেলে টেকনো কেমন 30 5জি ফোনটি 4000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে

টেকনো কেমন 30 5জি ফোনের 8GB RAM মডেলটি 18,999 টাকায় কেনা যাবে

Amazon Holi Fest sale: হোলি বা দোল এর সময় ভাল ছবি তুলতে দুর্দান্ত ক্যামেরা সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তবে অ্যামাজন হোলি ফেস্ট সেল দিচ্ছে আপনাকে এই সুযোগ। কারণ এই ফোনে 108MP OIS সহ প্রাইমারি ক্যামেরা এবং 50MP ক্যামেরা সহ Tecno Camon 30 5G একটি ভাল বিকল্প হতে পারে। অ্যামাজন সেলে টেকনো কেমন 30 5জি ফোনটি 4000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের অফারের বিষয়।

হোলি সেলে কত টাকা সস্তায় কেনা যাবে 108MP সহ Tecno Camon 30 5G ফোন

টেকনো কেমন 30 5জি ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসে। ফোনের 8GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 22.999 টাকা, এবং 12GB+512GB ভ্যারিয়্যান্টের দাম 26,999 টাকা রাখা হয়েছে। তবে অ্যামাজন সেলে এই ফোনটি 3000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। সাথে 1000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। যার মানে ফোনে মোট 4000 টাকার ছাড় দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: 5000 টাকা সস্তা হল 108MP ক্যামেরা সহ POCO 5G ফোন, মাত্র 10 হাজার টাকার খরচে কেনার সুযোগ

108MP Camera Phone Tecno Camon 30 5G price drop108MP Camera Phone Tecno Camon 30 5G price drop

ছাড়ের পর টেকনো কেমন 30 5জি ফোনের 8GB RAM মডেলটি 18,999 টাকা এবং 12GB RAM মডেলটি 22,999 টাকায় কেনা যাবে। পুরনো ফোন এক্সচেঞ্জ করে গ্রাহকরা 15000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।

টেকনো কেমন 30 5জি ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, টেকনো কেমন 30 5জি ফোনটি ফুল HD+ AMOLED ডিসপ্লে সহ আসে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 প্রসেসর সহ আসে। ফোনে 8GB ফিজিকাল এবং 8GB এর ভার্চুয়াল RAM অফার করা হয়। যার মানে মোট 16GB RAM পাওয়া যাবে।

ক্যামেরার ক্ষেত্রে টেকনো ফোনটি OIS সহ 100MP মেইন সেন্সর এবং 2MP সেন্সর সাপোর্ট করে। ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার দিতে টেকনো ফোনে 500mAh এর ব্যাটারি দেওয়া যা 70W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি মাত্র 19 মিনিটে 50 শতাংশ চার্জ করে বলে দাবি করেছে কোম্পানি।

আরও পড়ুন: Airtel এর 365 দিনের ভ্যালিডিটি সহ সেরা প্ল্যান, কম খরচে পুরো 1 বছর বার-বার রিচার্জ থেকে মুক্তি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :