Samsung এর একাধিক প্রোডাক্টের দাম অনেকটাই কমেছে শেষ কিছু সপ্তাহে। যদিও এর মধ্যে অধিকাংশই হচ্ছে স্মার্টফোন, তবে তালিকায় রয়েছে বেশ কিছু ট্যাবলেটও। এর মধ্যে রয়েছে চলতি বছরেই লঞ্চ হওয়া একাধিক প্রোডাক্ট আর কিছু পুরোনো। দেখে নিন তালিকা।
এই ফোনটির বর্তমানে 1,39,999 টাকাতেই পাওয়া যাচ্ছে। আগের তুলনায় 10,000 টাকা কমেছে দাম। এই ফোনে গ্রাহকরা পাবেন Qualcomm Snapdragon 888 চিপসেট সহ 12 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়া আরেকটি ভ্যারিয়েন্ট আছে যাতে 256 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। এই ফোনে আছে 6.2 ইঞ্চির একটি HD+ ডায়নামিক AMOLED কভার ডিসপ্লে যার রিফ্রেশ রেট হল 120Hz। অন্যদিকে মেন ডিসপ্লে হচ্ছে 7.6 ইঞ্চির যাতে আছে 120Hz সহ QXGA+ ডায়নামিক AMOLED ডিসপ্লে।
এই ফোনটি বর্তমানে মাত্র 18,499 টাকাতেই পাবেন। এর দাম কমেছে 1,000 টাকা। এতে আছে 6.6 ইঞ্চির full HD+ ডিসপ্লে এবং সঙ্গে আছে Qualcomm Snapdragon 680চিপসেট যা পেয়ার করা আছে 8GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এর সঙ্গে। কিন্তু এই স্টোরেজ 1TB অবধি বাড়ানো যায় মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে। এতে আছে 5000mAh ব্যাটারি।
এই ফোনটি মাত্র 12,499 টাকাতেই পাওয়া যাচ্ছে, যার দাম আগের তুলনায় 1,000 টাকা কমেছে। এতে আছে 6.5 ইঞ্চির একটি HD+ ইনফিনিটি V ডিসপ্লে যা Exynos 850চিপসেটের সঙ্গে যুক্ত করা আছে। এই ফোনটি থাকছে 4 ক্যামেরা যার মেন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের। সঙ্গে রয়েছে একটি শক্তিশালী 6000mAh এর ব্যাটারি।
এই ট্যাবলেট বর্তমানে 13,999 টাকাতে পাওয়া যাবে যার দাম কমেছে 1000 টাকা। এই ট্যাবলেটে আছে octa core MediaTek Helio P22T প্রসেসর, যা পেয়ার করা আছে 3GB অথবা 4 GB RAM এর সঙ্গে। এছাড়া এতে আছে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম। 8.7 ইঞ্চির একটি WUXGA+ ডিসপ্লে রয়েছে এই ট্যাবলেটে। 5100mAh ব্যাটারি আছে এই ট্যাবলেটে সঙ্গে থাকছে 15W ফাস্ট চার্জিং এর সুবিধা।
এই ফোনটি মাত্র 12,999 টাকায় পাওয়া যাবে। আগের তুলনায় এই ফোনটিতে 2,000 টাকা দাম কমেছে। এতে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা যার মূল সেন্সর হচ্ছে 64 মেগাপিক্সেলের। এছাড়া এতে রয়েছে একটি 6.4 ইঞ্চির full HD+ ডিসপ্লে যার রিফ্রেশ রেট হচ্ছে 90Hz। এই ফোনটি চালিত হবে octa core MediaTek Helio G8 0চিপসেট দ্বারা। এর সঙ্গে থাকবে 6000 mAh ব্যাটারি।
এই ফোনটি বর্তমানে মাত্র 15,999 টাকায় পাওয়া যাবে, আগের তুলনায় 1,500 টাকা দাম কমেছে এই ফোনের। এই ফোনটি চালিত হবে অ্যান্ড্রয়েড 12 দ্বারা, সঙ্গে TJAKB octa core Snapdragon 750G SoC প্রসেসর যা পেয়ার করা আছে 4 GB RAM অথবা 6 GB RAM এর সঙ্গে, এছাড়া থাকবে 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে আছে একটি full HD+ ডিসপ্লে। 5000mAh এর ব্যাটারি আছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এই ঘড়িটি বর্তমানে 18,999 টাকায় কেনা যাবে যা আগের তুলনায় 8,000 কম দামে বিক্রি হচ্ছে এখন। এতে আছে 1.2 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, এছাড়া আছে BioActive sensor যা 3 ইন 1 সেন্সরের একটি সিঙ্গেল চিপ এর সঙ্গে যুক্ত করা আছে। এছাড়া এই স্মার্ট ওয়াচে আছে তিনটি হেলথ সেন্সর, অপটিক্যাল হার্ট রেট, ইলেকট্রিক্যাল হার্ট এবং বায়োইলেকট্রিক্যাল ইম্পেড্যানস অ্যানালাইসিস।
এই ফোনটির দাম শুরু হচ্ছে 49,999 টাকা থেকে যা আগের তুলনায় 5,000 টাকা কমেছে। এই ফোনে আছে Qualcomm Snapdragon 888 octa core প্রসেসর এবং 4500mAh ব্যাটারি। এই ব্যাটারি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এবং 15W এর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
এই ফোনটির দাম চালু হচ্ছে 13,999 টাকা থেকে। এর দাম কমেছে 1,500টাকা। এতে রয়েছে 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। এছাড়া আছে Exynos 850 প্রসেসর যা পেয়ার করা আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এর সঙ্গে। এতে 5000mAh ব্যাটারি আছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এই ফোনটির দাম শুরু হচ্ছে 25,499 টাকা থেকে, এর দাম কমেছে 3,000 টাকা। এতে আছে octa core Exynos 1280 চিপসেট যা পেয়ার করা আছে 8 GB RAM এর সঙ্গে। কোয়াড ক্যামেরা সেট আপের মূল ক্যামেরাটি হল 48 মেগাপিক্সেলের। এতে আছে 5000mAh এর ব্যাটারি যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।