আপনারা যদি অনেক দিন ধরেই কম দামের ভাল ল্যাপটপের সন্ধান করছিলেন তবে আজকে আপনাদের জন্য পেটিএমমল কিছু ভাল ল্যাপটপের ডিল নিয়ে এসেছে। আজকের এই তালিকায় মাইক্রোম্যাক্স বা আসুসের মতন ব্র্যান্ড নিজের যায়গা করে নিয়েছে। আসুন দেখা যাক কোন ল্যাপটপের ওপর কেমন অফার পাওয়া যাচ্ছে।
Datawind DroidSurfer 10 APU Dual Core
আজকে এই ডাটাউন্ডের ল্যাপটপটি পেটিএমেল LAPHDD7 কুপনের মাধ্যমে কিনলে 4,463টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 7,999টাকা বলা হয়েছে। এটি একটি ডুয়াল কোর Cortex A9 প্রসেসারে চলে। আর এটি 1GB র্যাম আর 8GB রোম যুক্ত। এটি আজকে ব্ল্যাক কালারে কেনা যাবে। এখান থেকে কিনুন।
মাইক্রোম্যাস্কের এই ক্যানভাস ল্যাপবুকটি আজকে পেটিএমমলে LAPTOP1000 কুপনের মাধ্যমে কিনলে 7,990টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 11,999টাকা বলা হয়েছে। এটি একটি 11.6ইঞ্চির ল্যাপবুক আর এটি উইন্ডোস 10 সাপোর্ট করে। এখান থেকে কিনুন।
আইবলের এই ক্মবুকটি আজকে পেটিএমমলে LAPTOP1500কুপনের মাধ্যমে কিনলে 10,499 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 15,999টাকা বলা হয়েছে। আর এটি একটি 14ইঞ্চির ল্যাপটপ আর এটি আজকে কবল্যাট ব্রাউন কালারে কেনা যাবে। এর র্যাম 2GB আর রোম 32GB। এখান থেকে কিনুন।
আজকে এই থিনবুকটি পেটিএমমল থেকে LAPHDD7 কুপনের মাধ্যমে কিনলে 11,159টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 16,249টাকা বলা হয়েছে। আর এটি একটি কোয়াড কোর 8th জেনারেশ্নাএর ল্যাপটপ। এটি উবনতু সাপোর্ট করে। এখান থেকে কিনুন।
আজকে এই ল্যাপটপটি পেটিএমমলে LAPHDD7 কুপনের মাধ্যমে কিনলে 11,857টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 19,999টাকা বলা হয়েছে। আর এটি একটি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স যুক্ত। এটি আজকে স্লিভার কালারে কেনা যাবে। এখান থেকে কিনুন।
Acer Aspire A315-31 NX.GNTSI.003
আজকে এই এসারের ল্যাপটপটি LAPTOP2000 কুপনের মাধ্যমে কিনলে 14,988টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 20,500টাকা বলা হয়েছে। আর এটি আজকে ব্ল্যাক কালারে কেনা যাবে। এটি একটি 2GB র্যাম আর 500GB রোমের ল্যাপটপ। আর এটি 15.6 ইঞ্চির ল্যাপটপ। এখান থেকে কিনুন।
আজকে এই আসুসের ল্যাপটপটি পেটিএমমলে LAPTOP2000 কুপনের মাধ্যমে কিনলে 15,249টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 21,990টাকা বলা হয়েছে। আর এটি আজকে ডার্ক ব্লু কালারে কেনা যাবে। আর এটি ডুয়াল কোড় Celeron N3350 যুক্ত। এখান থেকে কিনুন।
অন্যান্য ডিল দেখার জন্য এখানে ক্লিক করুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সাইটে এই দাম আর অফারের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকে।