Xiaomi Notebook Pro 120 লঞ্চ হল ভারতে, থাকছে শক্তিশালী প্রসেসর সহ দারুন ফিচার

Updated on 31-Aug-2022
HIGHLIGHTS

Xiaomi Notebook Pro 120 লঞ্চ হল ভারতে

আগস্টের শেষে এসে একসঙ্গে দুটো ল্যাপটপ লঞ্চ করল এই সংস্থা

ল্যাপটপগুলোয় আছে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম এবং 12th generation Intel core i5 H সিরিজের প্রসেসর

Xiaomi চলতি মাসের শেষে একসঙ্গে দুটো ল্যাপটপ আনল ভারতে। এই ল্যাপটপ দুটি হল Xiaomi Notebook Pro 120 এবং Xiaomi Notebook Pro 120G। এতে থাকছে দারুন শক্তিশালী প্রসেসর। দুটি ল্যাপটপই চলবে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের সাহায্যে। এছাড়া এতে থাকছে 12th generation Intel core i5 H সিরিজের প্রসেসর। Nvidia GeForce MX550 গ্রাফিক্স কার্ড থাকবে Xiaomi Notebook Pro 120G তে, আর Intel UHD Graphics থাকছে Xiaomi Notebook Pro 120 তে। দুটো ল্যাপটপই 14 ইঞ্চির এবং এতে আছে 120Hz রিফ্রেশ রেট সহ 2.5K রেজোলিউশন ডিসপ্লে। এছাড়াও এতে পাওয়া যাবে 56Whr এর ব্যাটারি এবং অ্যালুমিনিয়াম অ্যালোয় বডি।

দাম কত এই দুটো ল্যাপটপের?

Xiaomi Notebook Pro 120 এর দাম হল 69,999 টাকা। এবং Xiaomi Notebook Pro 120G এর দাম হল 74,999 টাকা। আগামী মাসের 20 তারিখ থেকে এই ল্যাপটপ দুটি কিনতে পারবেন গ্রাহকরা। Mi.com, Mi home, এবং Amazon এ উপলব্ধ থাকবে এই ল্যাপটপ।

দুই ল্যাপটপে কী কী ফিচার আছে?

Xiaomi Notebook Pro 120 এবং 120G দুটোতেই থাকতে চলেছে 11 অপারেটিং সিস্টেম এবং 12th generation Intel core i5 H সিরিজের প্রসেসর। এছাড়া গ্রাহকরা এতে পাবেন 120Hz রিফ্রেশ রেট সহ 14 ইঞ্চির ডিসপ্লে যেখানে থাকবে 2.5K রেজোলিউশন। এছাড়া এখানে দেওয়া হয়েছে DC Dimming সাপোর্ট। Intel UHD Graphics থাকছে Xiaomi Notebook Pro 120 তে এবং Nvidia GeForce MX550 গ্রাফিক্স কার্ড থাকবে Xiaomi Notebook Pro 120G তে। 16 GB LPDDR 5 RAM সহ 512 GB PCle Gen 4 স্টোরেজ রয়েছে এই ল্যাপটপে।

কানেকটিভিটির জন্য দুটো ল্যাপটপেই থাকছে ডুয়াল ব্যান্ড WiFi 6, ব্লুটুথ V5.2, HDMI 2.0 পোর্ট, ইউএসবি 3.1 Gen 1 টাইপ এ পোর্ট এবং USB 3.2 Gen 2 টাইপ সি পোর্ট সহ একটি 3.5mm এর অডিও জ্যাক। 2W স্টিরিও স্পিকার থাকছে দুটো ল্যাপটপেই। সঙ্গে গ্রাহকরা পাবেন DTS অডিও প্রসেসিং সাপোর্ট এবং এবং 720P এর ওয়েবক্যাম। এর পাশাপাশি এই ল্যাপটপে আছে একটি ব্যাকলিট কিবোর্ড।

গ্রাহকরা এই ল্যাপটপের পাওয়ার বাটনে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া থাকছে 56 Whr ব্যাটারি। এই ব্যাটারিটি টাইপ সি পোর্টের সাহায্যে 100W ফাস্ট চার্জ করা যাবে। 0 থেকে 50% চার্জ তুলতে এই ব্যাটারির সময় লাগবে মাত্র 35 মিনিট। ওজন মাত্র 1.4 কিলোগ্রাম।

Connect On :