512GB স্টোরেজ সহ Xiaomi-র নতুন ল্যাপটপের আজ প্রথম সেল, মিলবে 4500 টাকার ডিসকাউন্ট

Updated on 31-Aug-2021
HIGHLIGHTS

Mi NoteBook Ultra এবং Mi NoteBook ল্যাপটপ আজ 31 আগস্ট বিক্রি করা হবে

Intel Core i5 প্রসেসর এবং 8GB RAM সহ Mi NoteBook Ultra ল্যাপটপের দাম 59,999 টাকা

Xiaomi-র দুটি ল্যাপটপ উইন্ডোজ 10-এ চলে এবং Windows 11-S আপগ্রেড করা যাবে

শাওমির সম্প্রতি লঞ্চ হওয়া Mi NoteBook Ultra এবং Mi NoteBook ল্যাপটপ আজ 31 আগস্ট বিক্রি করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Mi.com এবং Amazon-এ দুপুর 12 টা থেকে কেনা যাবে। এই ল্যাপটপগুলি গত সপ্তাহে লঞ্চ করা হয়েছিল। এতে 11th জেনারেশন ইন্টেল কোর প্রসেসর এবং Intel Iris Xe গ্রাফিক্স দেওয়া হয়েছে। দুটি ল্যাপটপ সিঙ্গেল লাস্ট্রাস গ্রে কালার অপশনে আসে। Xiaomi-র দুটি ল্যাপটপ উইন্ডোজ 10-এ চলে এবং Windows 11-S আপগ্রেড করা যাবে।

Mi NoteBook Ultra, Mi NoteBook Pro দাম

দামের কথা বললে, Intel Core i5 প্রসেসর এবং 8GB RAM সহ Mi NoteBook Ultra ল্যাপটপের দাম 59,999 টাকা। এর 16GB কোর i5 (63,999 টাকা) এবং 16GB কোর i7 (76,999 টাকা) ভ্যারিয়্যান্টে আসে। এছাড়া, ইন্টেল কোর i5 প্রসেসর এবং 8GB RAM সর Mi Notebook Pro ল্যাপটপের দাম 56,999 টাকা। এটি 16GB কোর i5 (59,999 টাকা) এবং 16GB কোর i7 (72,999 টাকা) ভ্যারিয়্যান্টের সাথেও আসে। অ্যামাজনে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং EMI অপশনের সাথে 4500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে, Mi.com এই ল্যাপটপগুলি কিনলে 750 টাকার Play-and-Win কুপন অফার করছে।

Mi Notebook Ultra ল্যাপটপের ফিচার

  • Mi Notebook Ultra-তে রয়েছে 11th জেন টাইগার লেক প্রসেসর, কোর i7 কনফিগারেশন পর্যন্ত।
  • এতে গ্রাফিক্সের জন্য রয়েছে Iris Xe।
  • মি নোটবুক আল্ট্রা ল্যাপটপে 16GB DDR4 RAM, সেইসঙ্গে রয়েছে 512GB পর্যন্ত  NVMe SSD দেওয়া হয়েছে।
  • এই ল্যাপটপে মিলবে 15.6 ইঞ্চি ডিসপ্লে ,3.2K রেজোলিউশন সমেত।
  • ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 16:10।
  • স্ক্রিনে রয়েছে 242 ppi পিক্সেল ডেনসিটির  সুবিধা।
  • এই ল্যাপটপে মিলবে 3 লেভেল পর্যন্ত ব্রাইটনেসের ব্যাকলিট কিবোর্ড।
  • এই ল্যাপটপে রয়েছে থান্ডারবোল্ট 4 পোর্ট সঙ্গে 40GBps ব্যান্ডউইথ ।
  • এছাড়াও এই ল্যাপটপে মিলবে ইউএসবি টাইপ সি পোর্ট সঙ্গে পাওয়ার ডেলিভারির সুবিধা।
  • এছাড়া এতে থাকবে DTS অডিও স্টেরিও স্পিকার।
  • এছাড়া এই ল্যাপটপে থাকতে পারে 12ঘণ্টা টানা ব্যাটারি লাইফ।
  • এই ল্যাপটপের ডিসপ্লে রিফ্রেশ রেট 90Hz ।
  • এছাড়া এতে রয়েছে TUV Rheinland সার্টিফিকেশন, যা দেবে ব্যবহারকারীকে  চোখের সুরক্ষা।

Mi Notebook Pro ল্যাপটপের ফিচার

Mi Notebook Pro ল্যাপটপে রয়েছে 14 ইঞ্চির  2.5K রেজোলিউশন ডিসপ্লে। স্ক্রিনে রয়েছে 215ppi পিক্সেল ডেনসিটি। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 16:10। এই ল্যাপটপে রয়েছে টানা 11ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ। ল্যাপটপের ওজন 1.4 কেজি। কনফিগারেশন এক্কেবারে Mi Notebook Ultra ল্যাপটপের  মতনই। স্টোরেজ হিসেবে রয়েছে  16GB  RAM এবং 512GB পর্যন্ত NVMe SSD।

Connect On :