Xiaomi র এই Mi Notebokk Air য়ের ওজন 1.07kg আর এটি অ্যাপেল Macbook Air য়ের থেকেও হাল্কা ওজনের
হাইলাইট
Xiaomi Mi Notebook Air চিনে লঞ্চ হল
ল্যাপটপটির ওজন 1.07 kg
এর প্রাথমিক দাম 37,000 টাকা
Xiaomi তাদের থিন আর লাইট ল্যাপটপ পোর্টফোলি বাড়িয়ে নতুন Mi Notebook Air চিনে লঞ্চ করেছে আর এতে একটি 12.5 ইঞ্চির ডিসপ্লে আছে আর এটি 8th জেনারেশানের ইন্টেল প্রসেসার যুক্ত। এই ল্যাপটপের বৈশিষ্ট্য এর ওজন আর কোম্পানি বলেছে এর ওজন মাত্র 1.07kg । আর এর সঙ্গে ওজনের তুলনায় Apple Macbook Air যার ওজন 1.25kg। এই Mi Note Book Air য়ের মেজারমেন্ট 292x202x12.9mm আর এটি গোল্ড আর সিলভার কালারে পাওয়া যাবে।
ডিজাইনের ক্ষেত্রে এই ল্যাপটপটিতে লেটেস্ট মি নোটবুকে এয়ার এর আগের জেনারেশানের নোটবুক এয়ারের মতন ডিজাইন দেওয়া হয়েছে। এই ল্যাপটপে ফুল মেটাল বডি ডিজাইন আর ইন্টেল M3 প্রসেসার আছে। আর এর মডেল 4GB র্যাম আর 128GB আর 256GB স্টোরেজের। কোম্পানি এই ল্যাপটপটি একটি ভেরিয়েন্টে এনেছে যা ভাল স্পেক্সের সঙ্গে এসেছে হাই ভেরিয়েন্টে ইন্টেল i5 প্রসেসার আছে আর এই ল্যাপটপে 4GB র্যাম আর 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।
এই ল্যাপটপে 12.5 ইঞ্চির ফু HD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1920×1080 পিক্সাল আর এর বেজেল 5.71mm পাতলা। গত বছর Xiaomi 12.5 ইঞ্চি আর 13.3 ইঞ্চির ভেরিয়েন্টে Mi Notbook Air লঞ্চ করেছিল। লেটেস্ট মডেলে ফুল সাইজ ব্যাকলিট কি বোর্ড আর মাল্টি টাচ ট্র্যাকপ্যাড আছে। আর যখন অডিওর কথা আসে তখন এই ল্যাপটপে Harman Kardon য়ের ডুয়াল স্পিকার আছে আর যা DTS সাউন্ড সাপোর্ট করে।
Xiaomi দাবি করেছে যে ল্যাপটপে ফাস্ট চার্জিং সাপোর্ট আছে আর এই ডিভাইসে 35 মিনিটে 0 থেকে 50 শতাংস চার্জ করে। নোটবুকে একটি USB টাইপ C পোর্ট, দুটি USB তাইম A পোর্ট আর একটি 3.5 mm অডিও পোর্ট আছে, আর এতে কোন HDMI পোর্ট দেওয়া হয়নি। চিনে এই ল্যাপটপটি প্রি-রেজিস্টার করা যাচ্ছে আর এই ডিভাইসটি 28 মার্চ সেলে আসবে।
ইন্টেল M3 প্রসেসার যুক্ত এই নোটবুকে 128GB ভেরিয়েন্টের দাম CNY 3599 (প্রায় 37,000টাকা) আর এর 256GB ভেরিয়েন্টের দাম CNY 399(প্রায় 41,000 টাকা) তে লঞ্চ করা হয়েছে। আর ইন্টেল i5 প্রসেসার যুক্ত ইউনিটের দাম CNY 4299(প্রায় 44,000 টাকা ) রাখা হয়েছে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।