Xiaomi Mi Notebook Air 13.3(2019), Mi Notebook 15.6 (2019) নতুন প্রসেসারের সঙ্গে চিনে লঞ্চ হয়েছে
Xiaomi তাদের Mi Notebook Air 13.3(2019) আর Mi Notebook 15.6(2019) ল্যাপটপটি 8th জেনারেশান ইন্টেল কোর প্রসেসারে আপডেট করেছে
সম্প্রতি Xiaomi চিনে তাদের Mi Notebook Air ফোনের নতুন ভার্সান নিয়ে এসেছে। Mi Notebook Air 13.3 ইঞ্চির (2019) আর Mi Notebook 15.6 ইঞ্চির (2019) কোম্পানির লেটেস্ট ল্যাপটপ আর দুটিই নতুন ইন্টেল প্রসেসার দ্বারা চলে আর কোন টেমপার্মেন্টে এই আপডেট আছে। Mi Notebook Air 13.3 (2019) প্রথমে চিনে সেলের জন্য পাওয়া যাবে আর সেখানে Mi Notebook 15.6 (2019) কে 9 এপ্রিল আনা হবে।
Mi Notebook 15.6 (2019)
Mi Notebook 15.6 (2019) য়ে 15.6 ইঞ্চির ফুল HD ডিপ্লে দেওয়া হয়েছে আর এটি 8th জেনারেশানের কোয়াড কোর ইন্টেল i5 প্রসেসার দিয়ে চলে। আর এই ল্যাপটপে Nvidia GeForce MX110 GPU আর 8GB র্যাম আছে যা 256GB/512GB SSD র সঙ্গে এসেছে। আর এটি ডল্বি স্পিকার যুক্ত আর এর সঙ্গে এতে উইন্ডোজ অফিস সুট প্রি ইন্সটলড ভাবে আছে। Mi Notebook Air 15.6 (2019) র দাম CNY 4,299 (Rs 44,300 প্রায়) রাখা হয়েছে।
Mi Notebook Air 13.3 (2019)
Mi Notebook Air 13.3 (2019) 8th জেনারেশান ইন্টেল কোর i5 প্রসেসার যুক্ত আর এতে Nvidia MX250 GPU, 8GB র্যাম আর 256GB SSD আছে।কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে আপনারা একটি USB 3.0 পোর্ট পাবেন আর একটি USB টাইপ C পোর্ট আর একটি HDMI পোর্ট আর একটি 3.5 mm অডিও জ্যাক পাবেন। আর এই ল্যাপটপের ওজন 1.3 কিলোগ্রাম আর কোম্পানি বলেছে যে এই ডিভাইসে মেটাল ফ্যান আছে আর এটি কুলিং সিস্টেম ভাল করে। আর এতে ডল্বি সাউন্ড প্রযুক্তি দেওয়া হয়েছে আর এটি AKG যুক্ত। Mi Notebook Air 13.3 (2019) য়ের দাম CNY 5,399 (Rs 55,600 প্রায়) রাখা হয়েছে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।