সাওমির গেমিং ল্যাপটপ 2019 লঞ্চ হয়েছে দাম 76,000 টাকা
এই নতুন ল্যাপটপটিতে আপনারা সেই সব পোর্টই পাবেন যা এর আগে পেতেন। আর এর সঙ্গে এটি একটি 15.6 ইঞ্চির ল্যাপটপ। আর এটি একটি বেজেল সাইজের আর এর কিবোর্ডও আগেরটির মতনই।
এই নতুন ল্যাপটপে আপনারা একটি 9th জেনারেশানের ইন্টেল কোর i5 9300H প্রসেসার পাবেন আর এর সঙ্গে আপনারা এতে 2.4Ghz, Turbo Boost 4.1GHz Nvidia GeForce GTX 1660 Ti 8GB DDR4 র্যাম পাবেন। আর এর সঙ্গে এতে 512GB র PCIe SSD আছে আর এর সঙ্গে আপনাদের এও বলে রাখি যে এর স্ক্রিন 144Hz রিফ্রেস রেট যুক্ত আর এর ডিসপ্লে একটি FHD স্ক্রিনের।
আর এটি একটি ভেরিয়েন্ট যা 16GB র্যামের সঙ্গে এসেছে আর এর বাকি ফিচার্স এর আগের ল্যাপটপের মতনই। আর এছাড়া আপনাদের এও বলে রাখি যে নতুন গেমিং ল্যাপটপড়ি 4টি কালার LED ব্যাক লিট কিওয়ার্ড যুক্ত আর এর সঙ্গে এতে আপনারা আলদা 3 মোড পাবেন আর এতে একটি গ্লাস টাচপ্যাড আছে,। আর এর সঙ্গে এটি অনেক জেসচার কন্ট্রোল যুক্ত, আর এর সঙ্গে এটি উইন্ডোজ 10 হোম যুক্ত।
আর এই ল্যাপটপটি আপনারা প্রায় 76,000 টাকায় কিনতে পারবেন। আর এটি ভারতে লঞ্চ করা হয়নি এটি ভারতে আসবে কিনা তা দেখার আর এলেও কবে তা দেখার আর এই ল্যাপটপ এখন শুধু চিনেই এসেছে।