Xiaomi এর তরফে এক গুচ্ছ প্রোডাক্ট ঘোষণা করা হল বৃহস্পতিবার তাদের একটি অনুষ্ঠানের মাধ্যমে। এর মধ্যে আছে Xiaomi Book Air 13। এই ল্যাপটপে রয়েছে স্লিক ডিজাইন সহ একই শক্তিশালী হার্ডওয়্যার, OLED ডিসপ্লে সহ একাধিক ফিচার। এই ল্যাপটপের ওজন ভীষণই কম। আর হালকা ওজনের জন্য এই ল্যাপটপটিকে সহজে ক্যারি করা যাবে। এছাড়াও গ্রাহকরা এই ল্যাপটপে ফাস্ট চার্জিং এর সুবিধা পাবেন। Dolby Atmos স্পিকার আছে এই ল্যাপটপে।
Xiaomi Book Air 13 এর দাম কত?
চিনে এই ল্যাপটপ লঞ্চ করেছে, এর দাম রাখা হয়েছে CNY 5,999 যা ভারতীয় মূল্যে প্রায় 68,336 টাকা। এই দাম i 5 ভ্যারিয়েন্ট এর জন্য। i7 ভ্যারিয়েন্ট এর জন্য এই ল্যাপটপের দাম হল CNY 6,999। এর অর্থ ভারতীয় মূল্যে এই ল্যাপটপের দাম 79,753 টাকা। তবে ভারতে এই ল্যাপটপের দাম কত হবে সেটা এখনও জানা যায়নি।
Xiaomi Book Air 13 ল্যাপটপে কী কী ফিচার আছে?
এই ল্যাপটপে গ্রাহকরা পাবেন 13.3 ইঞ্চির একটি 2K OLED ডিসপ্লে। 16:10 রেশিও আছে এই ল্যাপটপে। এই ল্যাপটপটিকে গ্রাহকরা ঘুরিয়ে নিয়ে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করতে পারেন। Dolby ভিশন, HDR 500, ইত্যাদির সুবিধা আছে। Intel Core i7 1250U CPU বা Intel Core I5 1230U CPU আছে এই ল্যাপটপে। 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ল্যাপটপে। এছাড়া এই ল্যাপটপে রয়েছে Dolby Atmos স্পিকার, Wifi, 3.5mm অডিও জ্যাক, ব্লুটুথ 5.2 এর সুবিধা। এই ল্যাপটপে ওজন হচ্ছে মাত্র 1.2কেজি। Windows 11 সাহায্যে এই ল্যাপটপ চলবে।