গেম খেলতে পছন্দ করেন? দেখতে পারেন Asus TUF A15, Dell G15 সহ এই 5 Gaming Laptops!

Updated on 15-Jan-2023
HIGHLIGHTS

ভারতে এখন একাধিক দারুন গেমিং ল্যাপটপ উপলব্ধ আছে

আপনার যদি গেমিং নেশা হয়ে থাকে তাহলে সংগ্রহে অবশ্যই একটি গেমিং ল্যাপটপ রাখুন

তালিকায় রাখুন Asus TUF A15, Dell G15 -এর একাধিক ল্যাপটপ

ভারতে একাধিক ভাল ভাল গেমিং ল্যাপটপ রয়েছে। কিন্তু আপনি একটু দেখে বুঝে কিনতে হবে। আর অনেকেই এই কাজটা করতে গিয়ে বুঝে উঠতে পারেন না, তাঁদের জন্য কোন ল্যাপটপটা আসলে ঠিক হবে। দেখুন গেমিং ল্যাপটপ কেনার জন্য বেশ কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, প্রথমত খেয়াল রাখতে হবে ল্যাপটপটি যেন সহজেই বহন করা যায় এবং হালকা হয়। এবং একই সঙ্গে তার প্রসেসর দেখে নিতে হবে। এবার আপনার বাজেটে যে ল্যাপটপ আসবে সেটা কিনবেন। 

এবার দেখে নেওয়া যাক সেরা কিছু গেমিং ল্যাপটপ

Asus TUF A15

এই গেমিং ল্যাপটপের দাম 65,999 টাকা। গ্রাহকরা এই ল্যাপটপে পেয়ে যাবেন 16 GB RAM এবং 512 GB এসএসডি স্টোরেজ, সঙ্গে আছে 1 TB এইচডিডি স্টোরেজ। এছাড়া আছে 144 HZ রিফ্রেশ রেট। Nvidia GeForce RTX 3060 GPU -এর সঙ্গে এই ল্যাপটপ যুক্ত আছে। 

Lenovo Legion 5 AMD Ryzen 5 4600H

এই ল্যাপটপের দাম 76,990 টাকা। এখানে আছে 120 HZ রিফ্রেশ রেট সহ একটি 15.1 ইঞ্চির ডিসপ্লে। এটি পরিচালিত হয় 4th Gen AMD Ryzen 5 4600H প্রসেসরের সাহায্যে। 8 GB RAM রয়েছে এই ল্যাপটপে যা 16 GB পর্যন্ত বাড়ানো যাবে। গেম খেলার জন্য আছে Nvidia GeForce RTX 1650 GPU। 

Acer Nitro 5 AN515-57

এই ল্যাপটপের দাম 68,990 টাকা। 144 HZ রিফ্রেশ রেট সহ 15.6 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এই ফোনে। 8 GB RAM এবং 256 GB এসএসডি স্টোরেজ রয়েছে এই ল্যাপটপে। আর 1 TB এইচডিডি স্টোরেজ রয়েছে। I5 11400H প্রসেসরের সাহায্যে এটি পরিচালিত হয়। 

Dell G15 Gaming Laptop

এই ল্যাপটপের দাম 59,990 টাকা। এখানে আছে 120 Hz রিফ্রেশ রেট এবং Full HD রেজোলিউশন সহ 15.6 ইঞ্চির একটি ডিসপ্লে। 8 GB RAM এবং 512 GB এসএসডি স্টোরেজ রয়েছে এই ল্যাপটপে। প্রসেসর হিসেবে এই ল্যাপটপে আছে 10th Gen Intel কোর i5। Nvidia GeForce RTX 1650 GPU আছে এখানে। 

MSI Bravo 15 Ryzen 5 4600H

এই ল্যাপটপের দাম 59,990 টাকা। এখানে আছে AMD Ryzen 5 4600H প্রসেসর। 60 Hz রিফ্রেশ রেট সহ 15.6 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে। এছাড়া গ্রাহকরা এখানে পাবেন 8 GB RAM এবং 4 GB VRAM পেয়ে যাবেন। 512 GB এসএসডি স্টোরেজ রয়েছে এই ল্যাপটপে। Raedon RX 5500M GPU মিলবে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :