Paytm Mall য়ে বেশ কিছু দারুন ল্যাপটপের ওপরে অফার দেওয়া হচ্ছে

Paytm Mall য়ে বেশ কিছু দারুন ল্যাপটপের ওপরে অফার দেওয়া হচ্ছে
HIGHLIGHTS

পেটিএম মলে ল্যাপটপ ডিল

আসুস, লেনোভো, ডেল বা HP র ল্যাপটপ এই তালিকায় আছে

আজকে আমরা আপনাদের এখানে পেটি এম মলের কিছু দারুন অফারের কথা বলব। আজকে পেটিএম মলে বেশ কিছু দারুন ল্যাপটপে বেশ কিছু অফার পাওয়া যাচ্ছে। আর এই ল্যাপটপ গুলির তালিকায় আসুস বা HP র ল্যাপটপ যেমন আছে তেমনি আছে লেনোভো বা ডেলের ল্যাপটপ।

আপনারা এখান থেকে নিজেদের পছন্দ মতন ল্যাপটপ কিনতে  পারবেন। আসুন তবে আজকের এই অফার গুলি ভাল করে দেখা যাক।

Lenovo 81HN00FQIH

আপনারা আজকে এই লেনোভোর ল্যাপটপটি পেটিএমমল থেকে মাত্র 25,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 46,230 টাকা বলা হয়েছে। এটি কোর i3 যুক্ত। আর এতে আপনারা 4GB র‍্যামের সঙ্গে 1TB HDD পাবেন। এখান থেকে কিনুন।

Asus Vivobook X507 UA-EJ836T Thin & Light Laptop

এই আসুসের ল্যাপটপটি আপনারা আজকে এখানে মাত্র 28,488 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 31,290 টাকা বলা হয়েছে। এটি ইন্টেল পেন্টিয়াম i3-7th জেনারেশান প্রসেসার যুক্ত। এতে প্রি ইন্সটলড ইউন্ডোস 10 OS আছে। এখান থেকে কিনুন।

Dell Inspiron 3000 Inspiron 3567 B566109WIN9

আজকে আপনারা এই 2.2 কেজি ওজনের ল্যাপটপটি মাত্র 29,690 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 39,063 টাকা বলা হয়েছে। আর এতে আপনারা কোর i3 7th জেনারেশান প্রসেসার পাবেন। এখান থেকে কিনুন।

HP 15 15-da0327tu

আপনারা আজকে এই HP র ল্যাপটপটি পেটিএম মল থেকে 31,785 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 37,900 টাকা বলা হয়েছে। এতে আপনারা 4GB র‍্যাম পাবেন আর এর সঙ্গে এতে 1TB HDD আছে। এখান থেকে কিনুন।

Lenovo Ideapad 330 81G2007CIN

আপনারা আজকে এই লেনোভোর ল্যাপটপটি মাত্র 29,900 টাকায় কিনতে পারবনে। আর সাইটে এর আসল দাম 45,290 টাকা বলা হয়েছে। আর এটি আপনারা 14 ইঞ্চির ল্যাপটপ পাবেন। আর এটি 8GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। এখান থেকে কিনুন।

Dell Vostro 3000 Vostro 3568

আজকে আপনারা ডেলের এই ল্যাপটপটি মাত্র 28,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 32,990 টাকা বলা হয়েছে। আর এটি একটি কোর i3 আর 7th জেনারেশানের ল্যাপটপ। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারের কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo