আজকের এই তালিকায় সব ল্যাপটপ গুলি লেনোভোর, আপনারা যদি লেনোভোর বিভিন্ন রেঞ্জের ল্যাপটপ কিনতে চাইছেন তবে আজকের এই ডিলের তালিকাটি আপনাদের জন্য এসেছে
পেটিএমমল প্রায়ই কোননা কোন জিনিসের ওপরে ক্যাশব্যাক আর ডিস্কাউন্ট অফার করে। আর আজকে তারা লেনোভোর বিভিন্ন ল্যাপটপের ওপর এই অফার দিচ্ছে। আজকের এই তালিকায় সব ল্যাপটপ গুলি লেনোভোর, আপনারা যদি লেনোভোর বিভিন্ন রেঞ্জের ল্যাপটপ কিনতে চাইছেন তবে আজকের এই ডিলের তালিকাটি আপনাদের জন্য এসেছে। আসুন তবে দেখা যাক যে আজকে কোন কোন লেনোভো ল্যাপটপে পেটিএমমল কেমন ডিস্কাউন্ট দিচ্ছে
Lenovo Ideapad
এই লেনোভোর আইডিয়াঅপ্যাডটি আপনারা আজকে পেটিএম থেকে 27,740 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম এখানে 33,490 টাকা বলা হয়েছে। আর আপনারা যদি এর সঙ্গে ক্যাশব্যাক পেতে চান তবে LAPTOP3000 প্রোমোকোডটি ব্যাবহার করে আপনারা এটি ক্যাশব্যাকের পরে মাত্র 24,740 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Lenovo Ideapad 330S
আজকে আপনারা এই 35,990 টাকার লেনোভোর আইডিয়া প্যাডটি পেটিএম থেকে মাত্র 34,990 টাকায় কিনতে পারবেন। আর এর সঙ্গে যদি LAPTOP4000 প্রোমোকোডটি ব্যাবহার করেন তবে আপনারা ক্যাশব্যাকের পরে এটি 30,990 টাকায় নিজের করতে পারবেন। এখান থেকে কিনুন।
Lenovo Ideapad 330
আজকে এই লেনোভোর আইডিয়া প্যাডটি আপনারা এখানে এমনিতে 30,880 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 32,290 টাকা বলা হয়েছে। আর এর সঙ্গে আপনারা যদি LAPTOP3000 প্রোমোকোডটি ব্যাবহার করে কেনেন তবে আপনারা ক্যাশব্যাকের পরে এটি মাত্র 27,880 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Lenovo Ideapad 330
আজকে আপনারা এই 2.2কেজি ওজনের 53,890 টাকা দামের ল্যাপটপটি পেটিএম থেকে মাত্র 46,311 টাকায় কিনতে পারবেন। আর এর সঙ্গে যদি আপনারা LAPTOP4500 প্রোমোকোডটি ব্যাবহার করে কেনেন তবে ক্যাশব্যাকের পরে এটি আপনারা মাত্র 41,811 টাকায় নিজের করতে পারবেন। এখান থেকে কিনুন।
Lenovo Ideapad 330
লেনোভোর এই 48,890 টাকা দামের ল্যাপটপটি আজকে পেটিএম থেকে 42,340 টাকায় কেনা যাবে। আর এটি যদি আপনারা LAPTOP5000 প্রোমোকোডের মাধ্যমে কেনেন তবে আপনারা ক্যাশব্যাকের পরে এটি মাত্র 37,340 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের বায়ক্তিরাই করে থাকেন।