এই এসারের ল্যাপটও গুলি Paytm য়ে দারুন ভাল ডিলে কেনা যাবে

Updated on 19-Dec-2018
HIGHLIGHTS

Paytm য়ে এই এসার ল্যাপটপ গুলির ওপরে আজকে দারুন সব ডিল দেওয়া হচ্ছে আর এর সঙ্গে আছে দারুন সব ক্যাশব্যাক অফার

আপনারা যদি একটি দারুন আর নতুন ল্যাপটপ কিনতে চান তবে আজকে পেটিএম মলে একটি দারুন অফার এসেছে। আর আজকে পেটিএম মল এই এসারের ল্যাপটপ গুলির ওপরে দারুন সব অফার দিচ্ছে আর আপনারা আজকে এখান থেকে এগুলি কিনলে দারুন অফারে নিজের করতে পারবেন। আপনারা কিছু ল্যাপটপ HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে 10% য়ের ক্যাশব্যাক পাবেন। আর আসুন এবার এই অফার গুলি একবার দেখে নেওয়া যাক।

Acer Switch One

এই এসার ল্যাপটপটির দাম পেটিএমে 13,290 টাকা রাখা হয়েছে আর এই ল্যাপটপটি যদি আপনারা LAPTOP150 প্রোমোকোডের মাধ্যমে কেনেন তবে আপনারা 1500 টাকার ক্যাশব্যাক পেতে পারে। এর স্ক্রিন সাইজ 10.1ইঞ্চির আর এটি উইন্ডোস 10 য়ে চলে। এখান থেকে কিনুন।

Acer Apire 3

এই ল্যাপটপটির দাম 17,990 টাকা আর এটি যদি আপনারা LAP3 প্রোমোকোডের মাধ্যমে কেনেন তবে এটির ওপর আপনারা 540 টাকার ক্যাশব্যাক পেতে পারেন। আর এর স্ক্রিন সাইজ 15.6 ইঞ্চির। এখান থেকে কিনুন।

Acer Aspire 3(UN. GY3SI.004)

এই এসার ল্যাপটপটির দাম 18,690 টাকা আর এটি আপনারা LAPTOP1000 প্রোমোকোডের মাধ্যমে কিনলে 1000 টাকার ক্যাশব্যাক পাবেন। এখান থেকে কিনুন।

Acer Aspire 3 A315-32

এই ল্যাপটপটির দাম 20,490 টাকা আর এটি আপনারা যদি LAPTOP1000 প্রোমোকোডের মাধ্যমে কেনেন তবে আপনারা 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। আর এই ল্যাপটপটির স্ক্রিন সাইজ 15.6 ইঞ্চির আর এটি উইন্ডোস 10 য়ে কাজ করে। এখান থেকে কিনুন।

Acer Aspire 3(UN.GNPSI.001)

এই এসারের ল্যাপটপটির দাম 25,900 টাকা আর এটি LAP3 প্রোমোকোডের মাধ্যমে কিনলে আপনারা 777 টাকার ক্যাশব্যাক পেতে পারেন। আর ইউজার্সরা যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করেন তবে 10% এক্সট্রা ক্যাশব্যাক পেতে পারে। এখান থেকে কিনুন।

Connect On :