23 ঘন্টার ব্যাটারি লাইফ অফার করবে গ্যালাক্সি বুক S ল্যাপটপটি
কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 8Cx প্রসেসার যুক্ত
এটি 23 ঘন্টার ব্যাটারি লাইফ দেয়
স্যামসাং তাদের গ্যালাক্সি নোট 10 আর Note 10+ স্মার্টফোনের সঙ্গে নতুন আল্টড়ালাইট ল্যাপটপ গ্যালাক্সি বুক S এনেছে। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 8cX প্রসেসার যুক্ত। আর এটি দেখতে একটি সার্ফেস ল্যাপট পের মতন। এটি কোয়াল্কম প্রসেসারের জন্য যেমন ভাল পার্ফর্ম করবে তেমনি এটি লম্বা ব্যাটারি লাইফ অফার করবে।
8cX কোয়াল্কমের নতুন 7nm চিপ যা PC র জন্য ডিজাইন করা হয়েছে আর স্যামসাং বলেছে যে এই গ্যালাক্সি বুকের ভার্সান Galaxy Book 2 য়ের তুলনায় 40% বেশি CPU পার্ফর্মেন্স, 80% গ্রেটার গ্রাফিক্স পার্ফর্মেন্স আর মেমারি ব্যান্ডওয়েথ অফার করে। আর এর সব থেকে বড় বৈশিষ্ট্য এর ব্যাটারি লাইফ। স্যামসাং বলেছে যে এটি প্রায় ভিডিও প্লে ব্যাকে 23 ঘন্টা পর্যন্ত চলে।
এই ল্যাপটপে বাকি সব ARM নির্ভর PC র জন্য প্রশ্ন যে এই প্রসেসার সত্যি কি অতটাই শক্তিশালী হয় তবে এটি মেন কম্পিউটারের কাজ করতে পারবে।
গ্যালাক্সি বুক S গিগাবাইট LTE আর ইন্সট্যান্ড ব্যাক সাপোর্ট করে আর এটি 2 পাউন্ড ওজনের। আর এতে 13.3 ইঞ্চির ডিসপ্লে আছে যা 10 পয়েন্ট মাল্টিটাচ ইনপুট করে। আর এটি 256GB আর 512GB র স্টোরেজ যুক্ত। আর এটি `1TB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ল্যাপটপটি গোলাপি আর গ্রে রঙে কেনা যাবে।