আজকের এই তালিকায় ডেল থেকে HP বা লেনোভো সবাই জায়গা করে নিয়েছে
অ্যামাজন ইন্ডিয়া প্রায়ই কোন না কোন জিনিসের ওপরে দারুন সব অফার দিয়ে থাকে। আর আজকে তারা বেশ কিছু দারুন ল্যাপটপের ওপরে দারুন অফার দিয়েছে। আজকের এই তালিকায় ডেল থেকে HP বা লেনোভো সবাই জায়গা করে নিয়েছে। আসুন তবে দেখা যাক যে আজকে তারা কোন কোন ল্যাপটপে কেমন ডিস্কাউন্ট দিচ্ছে। আর এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ল্যাপটপ সহজেই নিজের করতে পারবেন।
Dell Vostro 3478 Intel Core i3
এই 8th জেনারেশানের ডেলের ল্যাপটপটি আজকে আপনারা মাত্র 26,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 32,607 টাকা বলা হয়েছে। এটি একটি 14 ইঞ্চির ল্যাপটপ। এখান থেকে কিনুন।
Lenovo Ideapad 320 Intel Core i3
আজকে এই 6th জেনারেশানের ইন্টেল কোর লেনোভো আইডিয়াপ্যাডটি আপনারা এখানে মাত্র 25,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 40,290 টাকা বলা হয়েছে। এটি একটি 14 ইঞ্চির ল্যাপটপ। এখান থেকে কিনুন।
HP 15 AMD Ryzen 3
আপনারা আজকে এই HP র ল্যাপটটি মাত্র 28,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 32,917 টাকা বলা হয়েছে। আর এটি একটি 15.6 ইঞ্চির ল্যাপটপ আর এতে একটি 4GB ,1TB HDD আছে। এখান থেকে কিনুন।
Lenovo Ideapad 330S AMD A9
আপনারা আজকে এই লেনোভোর আইডিয়াপ্যাডটি মাত্র 21,990 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 35,290 টাকা বলা হয়েছে। এটি একটি 14 ইঞ্চির ল্যাপটপ। এখান থেকে কিনুন।
HP 15 Core i5 8th gen
এই HP র 15.6 ইঞ্চির 8th জেনারেশান ল্যাপটপটি আজকে আপনারা মাত্র 40,990 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 44,490 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
HP Pavilion x360 Core i5
আরও একটি HP র 8th জেনারেশানের ল্যাপটপ আজকের এই তালিকায় জায়গা করে নিয়েছে। আর এই HP প্যাভিলিয়ান আপনারা আজকের সেলে মাত্র 62,990 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 78,562 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।