Samsung- এর তরফে তাঁদের নতুন ল্যাপটপ সিরিজ লঞ্চ করা হল। এই সিরিজটির নাম Samsung Galaxy Book 3 Series। বুধবার, 1 ফেব্রুয়ারিতে Galaxy Unpacked অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় 2023 সালের। সেখানেই এই Laptop লঞ্চ করা হয়। এই সিরিজে রয়েছে একটি Flagship ল্যাপটপ, এটির নাম Samsung Galaxy Book 3 Ultra। এই ল্যাপটপটিতে গ্রাহকরা পেয়ে যাবেন 13th Gen Intel Core i9 প্রসেসর। Nvidia GeForce RTX 4000 সিরিজের গ্রাফিক্স কার্ড থাকবে এখানে। এছাড়া এই সিরিজে আছে Samsung Galaxy Book 3 Pro 360। এটি একটি 2 ইন 1 কনভার্টিবল ল্যাপটপ, যেখানে মিলবে S Pen এর সাপোর্ট।
এছাড়া এই সিরিজে আছে Samsung Galaxy Book 3 Pro thin and Light ল্যাপটপ। এখানে আছে ক্লামশেল ফর্ম ফ্যাক্টর। গ্রাহকরা এই ল্যাপটপগুলোতে Samsung Multi Control ফিচার পেয়ে যাবেন। এই ফিচারের সাহায্যে গ্রাহকরা তাঁদের কম্পিউটার, গ্যালাক্সি ট্যাব, গ্যালাক্সি স্মার্টফোন সহ সব কিছুই কন্ট্রোল করতে পারবেন। এই Samsung Galaxy Book 3 সিরিজের ল্যাপটপের কিবোর্ডের সাহায্যে এটা করা সম্ভব। এছাড়া কেউ চাইলে তাঁরা তাঁদের গ্যালাক্সি ট্যাবকে একটি অতিরিক্ত স্ক্রিন হিসেবে কনভার্ট করতে পারেন।
Galaxy Book 3 Ultra আগামী 22 ফেব্রুয়ারি থেকে কেনা যাবে। এটি গ্রাফাইট সাদা রঙে উপলব্ধ হবে। তবে প্রিবুকিং শুরু হচ্ছে 14 ফেব্রুয়ারি থেকে। এটার দাম 2,199 ডলার বা কম বেশি 1,80,000 টাকা পড়বে। অন্যদিকে Samsung Galaxy Book 3 Pro 360 ল্যাপটপে মিলবে 5G কানেকটিভিটি। এটির দাম শুরু হচ্ছে 1,399 ডলার বা প্রায় 1,15,000 টাকা। Samsung Galaxy Book 3 Pro ল্যাপটপে আছে 14 এবং 16 ইঞ্চি সাইজের দুটো অপশন। এটার দাম শুরু হচ্ছে 1,249 ডলার বা 1,02,500 টাকা থেকে। আগামী 17 ফেব্রুয়ারি থেকে দেশে এই শেষ দুটো ল্যাপটপের বিক্রি শুরু হচ্ছে। এগুলো গ্রাফাইট এবং বেইজ রঙে উপলব্ধ হবে।
এই ল্যাপটপে আছে 16 ইঞ্চির একটি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে। এখানে মিলবে 3X রেজোলিউশন সহ 2800X1800 পিক্সেলের রেজোলিউশন। 120 HZ রিফ্রেশ রেট সহ 400 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস মিলবে এখানে। 13th Gen Intel Core i9 বা 13th Gen Intel Core I7 প্রসেসরের সাহায্যে এটি পরিচালিত হবে। এখানে Nvidia GeForce RTX 4070 বা Nvidia GeForce RTX 4050 গ্রাফিক্স কার্ড মিলবে। উইন্ডোজ 11 -এর সাহায্যে এটি পরিচালিত হবে। মিলবে WiFi 6E, ব্লুটুথ 5.1, ওয়্যারলেস কানেকটিভিটির মতো সুবিধা। 32 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ মিলবে। Full HD ওয়েব ক্যাম থাকবে এখানে। সঙ্গে মিলবে স্টুডিও ডুয়াল মাইক সেটআপ। Dolby Atmos টেকনোলজির সাপোর্ট থাকছে এখানে। 76Wh ব্যাটারি সহ 100W USB টাইপ সি ফাস্ট চার্জিং এর সুবিধা মিলবে এখানে। এই ল্যাপটপের ওজন 1.79 কেজি। USB টাইপ A পোর্ট, HDMI 2 পোর্ট, মাইক্রো এসডি স্লট, হেডফোন জ্যাক থাকবে এখানে।
এই ল্যাপটপে আছে 16 ইঞ্চির একটি ডায়নামিক AMOLED ডিসপ্লে সহ 2X টাচস্ক্রিন মিলবে। সঙ্গে থাকবে S পেনের সুবিধা। 3K রেজোলিউশন সহ 120 HZ রিফ্রেশ রেট, 400 নিটসের ব্রাইটনেস মিলবে। এটি দুটি সাইজে উপলব্ধ, 14 এবং 16 ইঞ্চি। এটি পরিচালিত হবে 13th Gen Intel Core I7 প্রসেসরের সাহায্যে। এখানে থাকবে Intel Iris Xe গ্রাফিক্স। 32 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ থাকবে এখানে। Full ওয়েবক্যাম এবং স্টুডিও কোয়ালিটি ডুয়াল মাইক্রোফোন থাকবে এখানে। এছাড়া এটি Dolby Atmos টেকনোলজি সাপোর্ট মিলবে AKG কোয়াড স্পিকারে। 16ইঞ্চির ল্যাপটপে 76Wh ব্যাটারি আছে, আর 14 ইঞ্চির ল্যাপটপে 63Wh ব্যাটারি আছে। তবে দুটোতেই 65W ফাস্ট চার্জিং এর সুবিধা মিলবে।