RedmiBook: ভারতে আসতে চলেছে রেডমির প্রথম ল্যাপটপ, জেনে নিন কবে হবে লঞ্চ
আগস্টের প্রথম সপ্তাহেই বাজারে আসতে চলেছে নতুনত্বের স্বাদে মোড়া রেডমি ল্যাপটপ
যেমন-ডার্ক মেটাল, কোল ব্ল্যাক, চারকোল গ্রে র রঙে পাওয়া যাবে এই ল্যাপটপ টি
রেডিমি রিব্রান্ডিং র এই অভিনব প্রচেষ্টা এম আই নোট বুক ১৩.৩ মতোই সাজানো
এসে গেল নতুন চমক। আগস্টের প্রথম সপ্তাহেই বাজারে আসতে চলেছে নতুনত্বের স্বাদে মোড়া রেডমি ল্যাপটপ। যদিও এর অন্যান্য দিক এখনো জানা যায়নি, তবুও আশা করা যায় এটির ফিচার বাজারের সঙ্গে অবশ্যই চলনসই।
শাওমির নতুন রেডমিবুক গত বছর দেশে চালু হওয়া শাওমির মি নোটবুক লাইনের পাশাপাশি বিক্রি করা হবে। এটি ভারতে রেডমি সিরিজের অধীনে এই কোম্পানির প্রথম ল্যাপটপ হবে।
সংস্থাটি রেডমিবুক প্রো এবং চীনে রেডমিবুক এয়ারের পাশাপাশি রেডমিবুক চালু করেছে, তবে ভারতীয় ব্যবহারকারীরা শিগগিরই রেডমিবুক বা তার রূপগুলি অ্যাক্সেস করবে কিনা তা নির্দিষ্ট করে দেয়নি।
প্রধানত ছাত্রছাত্রী এবং সৃজনশীল মানুষদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। "সুপার স্টার্ট লাইফ"-র ছন্দে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হবে এমনটাই আশা করা যায়। ভিন্ন রঙে, ভিন্ন মাত্রায় মানুষের কাছে গ্রহণযোগ্য করাটাই মূলত লক্ষ্য। যেমন-ডার্ক মেটাল, কোল ব্ল্যাক, চারকোল গ্রে র রঙে পাওয়া যাবে এই ল্যাপটপ টি।.
এক কথায় বলা যায়- সস্তায় পুষ্টিকর। কারণ, দামের তুলনায় এই ল্যাপটপ টি মানুষের মন জয় করবে এমনটাই আশা করা যায়। রেডিমি রিব্রান্ডিং র এই অভিনব প্রচেষ্টা এম আই নোট বুক ১৩.৩ মতোই সাজানো। মাত্র ৪০০০০ মিলবে এমন সুন্দর একটি অভিনব ফিচারের ল্যাপটপ।
Digit NewsDesk
Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile