দুটি প্রসেসারের সঙ্গে লঞ্চ হল প্রথম REDMIBOOK 14 এর দাম আর স্পেশালিটি জানুন
অ্যান্টি গ্লেয়ার ম্যাট কোটিংয় যুক্ত ল্যাপটপের স্ক্রিন
দুটি প্রসেসার যুক্ত RedmiBook 14
বেস ভেরিয়েন্টে ইন্টেল কোর i5 আছে
সাওমির সাব ব্র্যান্ড রেডমি মঙ্গলবার একটি লঞ্চ ইভেন্টে তাদের প্রথম ল্যাপটপ RedmiBook 14লঞ্চ করেছে। এই ল্যাপটপটি কোম্পানি চিনে 3,999RMB মানে প্রায় 40,300 টাকায় লঞ্চ করেছে। আর এটি ল্যাপটপের বেস ভেরিয়েন্ট। এই বেস ভেরিয়েন্ট কোম্পানি ইন্টেল কোর i5 প্রসেসার আর 256GB SSD স্টোরজের সঙ্গে এনেছে।
আর সেখানে এর দ্বিতীয় ভেরিয়েন্ট 512GB SSD স্টোরেজের সঙ্গে 4,299 RMB মানে প্রায় 43,300 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ল্যাপটপের টপ এন্ড ভেরিয়েন্ট 8th জেনারেশানের ইন্টেল কোর i7 প্রসেসারের সঙ্গে 512GB SSD স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এর দাম 4,999 CNY মানে প্রায় 50,400 টাকা।
REDMIBOOK 14 LAPTOP কবে কোথায় পাওয়া যাবে
কোম্পানি অনুসারে RedmiBook 14 ল্যাপটপটি প্রি রেজিস্ট্রেশান1 জুন শুরু হবে।আর সেখানে এর প্রথম সেল হবে 11 জুন।
REDMIBOOK 14 LAPTOP য়ের স্পেসিফিকেশান
RedmiBook 14 ল্যাপটপটিতে মেটাল স্টেন্ডলাস্টেড এন্ডাওয়েন্ড বডি ব্যাবহার করা হয়েছে। ল্যাপটপে 14 ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে যা 5.75mm পাতলা। আর এই ডিবাহিসের স্ক্রিন টু বডি রেশিও 81.2%। আর রেডমি ল্যাপটপে স্মার্ট আনলক ফিচার 2.0 দিয়েছে। আর এর সাহায্যে আপনারা Mi Banad 3 আর Redmi Book 14 ল্যাপটপ মাত্র 1.2 সেকেন্ডে আনলক করতে পারবেন।
আর এর সঙ্গে এই ল্যাপটপে আছে অ্যান্টি গ্লেয়ার মেট কোটিং আর এটি মাত্র 1.5 কেজি ওজনের। আর এরে আপনারা ইন্টেল কোর i7 প্রসেসারের সঙ্গে NVIDIA Ge Force MX250 গ্রাফিক কার্ড পাবেন। আর এই গ্রাফিক কার্ডে i5 প্রসেসার আছে। আর এই ডিভাইসে আপনারা HDMI, 2 x USB 3.0, 3.5mm পাবেন।
আর এর সঙ্গে এও বলা হয়েছে যে এই নতুন ল্যাপটপটি আপনারা 10 ঘন্টার ব্যাটারি লাইফ পাবেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।