পেটিমমল মহাক্যাশব্যাক অফারের শেষ দিনে দারুন সব অফার নিয়ে হাজির হল
পেটিএমমলে চলছে ‘মহাক্যাশব্যাক’ অফার। আর আজকে দেবী বোধনের দিনে এই মহাক্যাশব্যাক অফারের দারুন ডিলের শেষ দিন। আর তাই এই ডিলে আপনারা যদি এখনও পর্যন্ত দারুন সব জিনিস নিয়ে না থাকেন তবে আজকের এই ডিলে আপনারা সেই সুযোগ পেতে পারেন। আসুন তবে আজকে এই ডিলের সেরা কিছু ল্যাপটপ ডিল আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর এই ডিলের সুযোগে আজকে নিজেদের পছন্দের জিনিস সহজেই নিজের করুন। আর এই ডিলে আপনারা ICICI ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের ব্যাবহার করলে আরও 10% ক্যাশব্যাকের অফার পাবেন। তবে আসুন দেখা যাক যে পেটিএমমলে আজকে কোন ল্যাপটপের ওপর কী রকমের অফার পাওয়া পাওয়া যাচ্ছে।
আজকে এই ল্যাপটপটি পেটিএমমলের এই স্পেশাল ডিলের অফারে আপনারা মাত্র 29,490 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম 31,945 টাকা বলা হয়েছে। এটি 1.8 কেজি ওজনের একটি ল্যাপটপ। আর এটি একটি 7th জেনারেশান ল্যাপটপ।
এই এসারের ল্যাপটপটি পেটিএমমহাক্যাশব্যাক অফারের সময়ে মাত্র 24,990 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম এমনিতে 31,999 টাকা বলা হয়েছে। এটি একটি 2.1 কেজির ল্যাপটপ।
এই ডেলের ল্যাপটপটি দারুন এই অফারের সময়ে আপনারা মাত্র 30,300 টাকায় কিনতে পারবেন। আর এর সঙ্গে এটি যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডে কেনা হয় তবে তা আপনারা আরও 10% ক্যাশব্যাকে কিনতে পারবেন।
এই ল্যাপটপটি আজকের এই স্পেশাল ডিলে আপনারা 29,699 টাকায় কেনা জাবে।আর এটি 35,302 টাকা আসল দামে বলা হয়েছে। আর এর সঙ্গেও ICICI কার্ডের স্পেশাল অফারটিও আছে।
এই ডেলের ল্যাপটপটি আপনারা আজকের এই সেলে 32,450 টাকায় কিনতে পারবেন। আর এটি একটি 2.2কেজি ওজনের ল্যাপটপ। আর এটি অন্য সময়ে কিনলে আপনাদের 39,967 টাকায় কিনতে হবে।