ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে 5% পর্যন্ত এক্সট্রা ক্যাশব্যাক পাবেন
প্রোমো কোডের মাধ্যমে কিনলে দারুন অফার পাওয়া যাবে
আমরা জানি যে পেটিএম মল প্রায়ই দারুন অফার দেয়, আর আজকে তারা তাদের ক্যাশব্যাকের অফারের সঙ্গে আরও অনেক কিছু এই সব ল্যাপটপে দিচ্ছে। এর মধ্যে থাকা কিছু প্রোমোকোডে আপনার 4000 টাকা পর্যন্ত অফার পাবেন আর তাতে সিনেমার টিকিট থেকে অনেক কিছু পাওয়া যাবে।
DELL INSPIRON 3000 INSPIRON 3567 B566109HIN9
এই ডেলের ল্যাপটপটি 29,850 টাকায় বিক্রি করা হচ্ছে আর আপনারা যদি MALLMOVIE3600 প্রোমোকোড ব্যাবহার করেন তবে আপনারা 3600 টাকার মুভি ভাউচার পাবেন আর এর সঙ্গে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 5% য়ের এক্সট্রা ক্যাশব্যাক পাবেন। এখান থেকে কিনুন।
LENOVO IDEAPAD 330 81G2004XIN
লেনোভোর এই ল্যাপটপটি আপনারা 36,490 টাকার বদলে 28,490 টাকায় কিনতে পারবেন আর সঙ্গে যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কেনেন তবে এটি 5% এক্সট্রা ক্যাশব্যাকে কিনতে পারবনে আর এর সঙ্গে BIJLIBILL3000 প্রোমোকোড দিয়ে কিনলে 3000 টাকার ইলেক্ট্রিসিটি বুল ভাউচার পাবেন যা 1000 টাকার তিনটি ভাউচারে পাওয়া যাবে। এখান থেকে কিনুন।
LENOVO IDEAPAD 81H70051IN
এই লেনোভোর ল্যাপটপটি আপনারা মাত্র 24,990 টাকায় কিনেত পারবেন আর এর সঙ্গেযদি MALLRECHG2500 কোডের মাধ্যমে এটি কেনেন তবে আপনারা 2500 টাকার মোবাইল রিচার্জ ভাউচার পাবেন যা 500টাকার পাঁচটি ভাউচারে পাওয়া যাবে। আর এই ল্যাপটপটি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে আপনারা এক্সট্রা 5% ক্যাশব্যাকে কিনতে পারবনে। এখান থেকে কিনুন।
DELL INSPIRON 3000 INSPIRON 3567 B566109WIN9
এই ডেলের ল্যাপটপটি আজকে 29,950 টাকায় কেনা যাবে আর সঙ্গে যদি 5% ক্যাশব্যাক পেতে চান তবে এটি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কিনতে হবে। আর এই ল্যাপটপটি আপনারা যদি MALLMOVIE3600 প্রোমোকোডের মাধ্যমে কেনেন তবে 3,600 টাকার মুভি টিকিট পেতে পারেন আর এই টিকিট 300 টাকার 12টি ভাউচারে কেনা যাবে। এখান থেকে কিনুন।
HP 15 15-DA0074TX
এই HP র ল্যাপটপটি আপনারা 42,190 টাকার বদলে 39,490 টাকায় কিনেত পারবেন। আর এর সঙ্গে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কিনলে এক্সট্রা 5% ক্যাশব্যাক পাবেন। আর আপনারা যদি এটি BIJLIBILL4000 প্রোমোকোডের মাধ্যমে কেনেন তবে এটি আপনারা 4000 টাকা পর্যন্ত ইলেক্ট্রিসিটি বিল ভাউচার পেতে পারেন যা 1000 টাকার ভাউচার ফর্মে আসবে। এখান থেকে কিনুন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।