পেটিএমের ফেস্টিভ সেলে দারুন সব ল্যাপটপ ডিল হাজির

Updated on 29-Sep-2019
HIGHLIGHTS

পেটিমে ফেস্টিভ সেল শুরু হল

এখানে আছে দারুন ল্যাপটপরে ডিল

এই সময়ে প্রায় সব ই কম স্টোরেই দারুন সব ডিল এসেছে। আর এর মধ্যে অ্যামাজন বা ফ্লিপকার্টের থেকে পিছিয়ে নেই পেটিএমও। আর আজকে এখানে আমরা আপনাদের পেটি এমের এই ফেস্টিভ সিজেনের ডিলের বিষয়ে বলব। আজকে এখানে আপনাদের আমরা দারুন কিছু ল্যাপটপ ডিলের বিষয়ে বলব।

Dell Inspiron 3000

আপনারা আজকে এখানে মাত্র 29,822 টাকায় এই ল্যাপটপটি কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 42,990 টাকা বলা হয়েছে। এটি একটি কোর i3 ল্যাপটপ। এখান থেকে কিনুন।

Lenovo

আপনারা এই দারুন লেনোভোর ল্যাপটপটি এখানে মাত্র 24,400 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 46,230 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Asus Vivobook X507

আপনারা এই আসুসের ভিভোবুকটি এখানে মাত্র 26,342 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 43,990 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Lenovo Ideapad 330

আপনারা আজকে এই লেনোভোর ল্যাপটপটি এখানে মাত্র 23,989 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 40,490 টাকা বলা হয়েছে। আর এর সঙ্গে আপনাদের এও জানিয়ে রাখি যে এটি একটি 15.6 ইঞ্চির ল্যাপটপ। এখান থেকে কিনুন।

Acer Aspire 3

আপনারা এই আসুসের ল্যাপটপটি এখানে 27,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 39,999 টাকা বলা হয়েছে। আর উইন্ডোস 10 সাপোর্ট করে। এখান থেকে কিনুন।

DELL Vostro 3568

আপনারা আজকে এই ডেলের ল্যাপটি এখানে মাত্র 30,488 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 36,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Connect On :