14 ইঞ্চির ফুল HD LED সহ লঞ্চ হল নোকিয়ার প্রথম ল্যাপটপ Nokia PureBook X14, জেনে নিন দাম এবং ফিচার
Flipkart-এ আজ Nokia PureBook X14 ল্যাপটপের লঞ্চের ঘোষনা করল Nokia
8GB DDR4 RAM এবং 512GB NVMe SSD সহ বাজারে লঞ্চ করা হয়েছে Nokia PureBook X14
Nokia PureBook X14 ল্যাপটপের প্রি-বুকিং শুরু হবে 18 ডিসেম্বর থেকে
স্মার্টফোন সংস্থা Nokia তার প্রথম ল্যাপটপ বাজারে লঞ্চ করেছে। ই-কমার্স সংস্থা Flipkart-এ আজ Nokia PureBook X14 ল্যাপটপের লঞ্চের ঘোষনা করা হয়। এই ল্যাপটপে দাম 59,990 টাকা রাখা হয়েছে। Nokia PureBook X14 ল্যাপটপের প্রি-বুকিং শুরু হবে 18 ডিসেম্বর থেকে। তবে আসুন জেনে নেওয়া যাক এই নতুন নোকিয়া ল্যাপটপে কী রয়েছে বিশেষ।
14 ইঞ্চির ফুল HD LED ব্যাকলিট স্ক্রিন দেওয়া Nokia PureBook X14 ল্যাপটপে
8GB DDR4 RAM এবং 512GB NVMe SSD সহ বাজারে লঞ্চ করা হয়েছে Nokia PureBook X14। পাশাপাশি এই ল্যাপটপে রয়েছে ইন্টেল i5 10th Gen কোয়াড-কোর প্রসেসর। Windows 10 OS এর সাথে আসা এই ল্যাপটপে একটি 14 ইঞ্চি ফুল HD LED ব্যাকলিট স্ক্রিন রয়েছে। এই ল্যাপটপের স্ক্রিন-টু-বডি অনুপাত 86 শতাংশ।
Introducing the ultralight, powerful and immersive Nokia laptop that’s #BuiltToEmpower. Coming soon on @Flipkart in India: https://t.co/mP83yluioE pic.twitter.com/1YsrJ3VWJj
— Nokia (@nokia) December 14, 2020
ডলবি অডিও সপোর্ট এবং দুর্দান্ত গ্রাফিক্স
Nokia PureBook X14 ল্যাপটপের ওজন 1.1 কেজি। স্লিক ডিজাইনের সাথে পাওয়া যাবে এই ল্যাপটপ, যার মধ্যে দেওয়া হয়েছে ডলবি অডিও সপোর্ট এবং দুর্দান্ত গ্রাফিক্স। পাশাপাশি দুর্দান্ত গ্রাফিক্সের জন্য এই ল্যাপটপে আপনি 1.1 Ghz টার্বো GPU-র সাথে ইন্টিগ্রেটেড ইন্টেল UHD 620 গ্রাফিক্স কার্ড পাবেন।
8 ঘন্টা ব্যাটারি লাইফ এবং 65W চার্জিং
8 ঘন্টা ব্যাটারি লাইফ সহ আসে নোকিয়া ল্যাপটপট। ল্যাপটপটের ব্যাটারি ফাস্ট চার্জ হক, তার জন্য দেওয়া হয়েচে 65W এর ফাস্ট চার্জিং সপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1, ইউএসবি 3.1, ইউএসবি 2.0, সিঙ্গল HDMI পোর্ট এবং একটি RJ45 পোর্ট দেওয়া হয়েছে। ল্যাপটপে একটি সিঙ্গল অডিও আউট পোর্ট এবং একটি মাইক পোর্টও রয়েছে।