বহুপ্রতীক্ষিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস আজ থেকে শুরু হল, আর প্রথমে হুয়াই তাদের মেটা বুক X প্রো ল্যাপটপটি লঞ্চ করেছে। এই ল্যাপটপটি মেটাল ইউনিবডির আর এটি 13-ইঞ্চির ম্যাকবুক প্রো এর মতন। এটিতে ‘ইন্টেলিজেন্ট কুলিং সিস্টেম’ আছে যা “শার্ক ফিন” ডিজাইন ফিচার যুক্ত। আর এটিতে ফুল সাইজ ব্যাকলিট স্পিল-প্রুফ কিবোর্ডও আছে। এর i5/8GB র্যাম/256GB ভেরিয়েন্টটির দাম করা হয়েছে EUR1499 (আনুমানিক 1,19,257টাকা)।আর এর i7/8GBর্যাম/512GB ভেরিয়েন্টের দাম EUR1699 (আনুমানিক1,35,169টাকা ), আর এর i7/16GB র্যাম 512GB ভেরিয়েন্টটির দাম EUR1899 (আনুমানিক 1,50,000টাকা)। এই ল্যাপটপটি কিশু বাছাই করা বাজারে Q2 2018 থেকে কিনতে পাওয়া যাবে।
হুয়াইএর মেটাবুক Xপ্রো 8th জেনারেশানের ইন্টেল প্রসেসার যুক্ত আর এতে GeForce MX150 GUP অন বোর্ড দেওয়া হয়েছে। এর ফিচার্স গুলি এবার দেখে নেওয়া যাক, এটি একটি 14-ইঞ্চির 91% এর স্ক্রিন টু বডি যুক্ত আর এর রেজিলিউশান 3000 x 2000 পিক্সাল। এই ল্যাপটপটি থান্ডার্বোল্ড 3 সাপোর্ট করে এর মানে এই যে এটি নাভিডিয়া GeForce GTX 1080 এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড সাপোর্ট করে আর এটি 4K ডিসপ্লেও সাপোর্ট করে।
এই ডিভাইসটি ডল্বি সাউন্ড সাপোর্ট করে। কোম্পানি বলেছে যে এটি একটি বড় ট্র্যাকপ্যাড যুক্ত। কানেক্টিভিটির জন্য এতে USB টাইপ A পোর আর হুয়াই শেয়ারও দেওয়া হয়েছে।
এছাড়া এতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে যা পাওয়ার বটন যুক্ত। এটি একটি পকেট চার্জার যুক্ত, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।