5,000 টাকা সস্তা হল 13 ইঞ্চির MacBook Air, এখন কত দামে এই ল্যাপটপ কেনা যাচ্ছে দেশে?

5,000 টাকা সস্তা হল 13 ইঞ্চির MacBook Air, এখন কত দামে এই ল্যাপটপ কেনা যাচ্ছে দেশে?
HIGHLIGHTS

WWDC 2023 -এ Apple -এর তরফে একটি 15 ইঞ্চির MacBook Air লঞ্চ করা হল

এটার পরই 13 ইঞ্চির MacBook Air -এর দাম অনেকটাই কমলো ভারতে

নতুন MacBook Air 15 মোট 4টি রঙে উপলব্ধ হয়েছে

WWDC 2023 -এ Apple -এর তরফে একটি নতুন 15 ইঞ্চির MacBook Air লঞ্চ করা হল। আর এই নয়া ল্যাপটপ লঞ্চ করার কিছু মিনিটের মধ্যেই হুরহুর করে দাম কমে গেল 13 ইঞ্চির MacBook Air -এর। এখানে M2 প্রসেসর আছে।

তবে মনে রাখবেন 13 ইঞ্চির MacBook Air M2 -এর দাম কমেছে, অন্যদিকে 13 ইঞ্চির MacBook Air M1 -এর দাম কিন্তু একই আছে। 

সদ্যই যে 15 ইঞ্চির MacBook Air লঞ্চ হল সেটার দাম রাখা হয়েছে 1,34,900 টাকা। এটা ভারতে বিক্রি হওয়া 13 ইঞ্চির MacBook Air -এর তুলনায় কিছুটা বেশি দামী। তবে এই নতুন ল্যাপটপ আসতেই 13 ইঞ্চির M2 MacBook Air -এর দাম 5,000 টাকা কমলো। এখন এই তুলনায় ছোট সাইজের ল্যাপটপ কেনা আরও সহজ হল গ্রাহকদের জন্য। 

13 ইঞ্চির MacBook Air M2 এর দাম কমলো দেশে

দাম কমার আগে এতদিন 13 ইঞ্চির এই M2 MacBook Air ভারতে 1,19,900 টাকায় বিকোচ্ছিল। এই দামে 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যেত। এবার দাম কমার পর একজন এটি 1,14,900 টাকায় কেনা যাচ্ছে।

এই ল্যাপটপের যে টপ মডেল আছে, অর্থাৎ যেখানে 512 GB ইন্টারনাল স্টোরেজ আছে সেটার দাম টাকা হয়েছে 1,44,900 টাকা। এটার আগের দাম ছিল 1,49,000 টাকা। এই নতুন দামগুলো Apple India -এর অনলাইন স্টোরে উপলব্ধ আছে। 

আরও পড়ুন: Meta Quest 3-কে ছাপিয়ে গেল Apple Vision Pro, কিন্তু কেন কিনবেন এই AR VR হেডসেট?

তবে আপনি যদি Apple -এর এই 13 ইঞ্চির M2 MacBook Air কিনতে চান তাহলে সেটা থার্ড পার্টি E-commerce সাইট থেকেই কেনা ভালো। Amazon- এ এই ম্যাকবুকের দাম এখন রাখা হয়েছে 1,07,990 টাকা। অর্থাৎ Apple India -এর সাইটের তুলনায় আরও প্রায় 7,000 টাকা মতো কম।

টপ এন্ড মডেলের দাম রাখা হয়েছে 1,34,910 টাকা। Croma, ইত্যাদির মতো E-commerce সাইটেও এই ল্যাপটপের উপর অফার মিলছে। 

কী কী ফিচার আছে এই নতুন 15 ইঞ্চির MacBook Air এর? 

1. এই ল্যাপটপে 13 ইঞ্চির ল্যাপটপের তুলনায় বড় ডিসপ্লে আছে। কোম্পানির তরফে বলা হয়েছে 15 ইঞ্চির সেগমেন্টে এটা সব থেকে স্লিম ল্যাপটপ। 

MacBook Air 13 inch price cut

2. একবার চার্জ দিলে এই ল্যাপটপ সারাদিন চলতে পারবে বলেও জানানো হয়েছে। এখানে এক চার্জে কম বেশি 18 ঘণ্টার ব্যাটারি লাইফ পাওয়া যাবে। 

3. এটি পরিচালিত হবে M2 প্রসেসরের সাহায্যে। 

4. এখানে 15.3 ইঞ্চির একটি LED ডিসপ্লে সহ 2880X1864 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে। আছে 60 HZ রিফ্রেশ রেট। এখানে 500 নিটসের ব্রাইটনেস পাওয়া যাবে। 

আরও পড়ুন:  আকাশছোঁয়া দাম, লঞ্চ হতেই ট্রোলের মুখে Apple-এর Vision Pro!

5. কানেকটিভিটির জন্য এখানে আছে MagSafe চার্জিং পোর্ট, 3টি থান্ডারবোল্ট পোর্ট, 4টি USB পোর্ট, 3.5 mm হেডফোন জ্যাক। এছাড়া আছে wifi, ব্লুটুথ, ইত্যাদির সাপোর্ট।

6. 1080p facetime ক্যামেরা আছে এখানে। 6 স্পিকার সিস্টেম উপলব্ধ আছে এই ল্যাপটপে। 

7. এই ল্যাপটপ 4টি রঙে উপলব্ধ হয়েছে। এই রংগুলো হল মিডনাইট, স্টার লাইট, সিলভার, স্পেস গ্রে। এটির দাম শুরু হচ্ছে 1,34,900 টাকা থেকে। তবে এডুকেশনাল কাস্টমারদের জন্য এটার দাম 1,24,900 টাকা রাখা হয়েছে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo