128GB র‍্যাম আর 6TB স্টোরেজের সঙ্গে Lenovo Thinkpad P52 লঞ্চ হল

128GB র‍্যাম আর 6TB স্টোরেজের সঙ্গে Lenovo Thinkpad P52 লঞ্চ হল
HIGHLIGHTS

লেনোভোর এই ল্যাপটপটির দাম এখনও জান যায়নি , আশা করা হচ্ছে যে আগামী মাসে এর দামের বিষয়ে জানা যেতে পারে

Lenovo, NXT BLD কনফারেন্সের সময়ে তাদের নতুন 15.6 ইঞ্চির ল্যাপটপ লঞ্চ করেছিল। আর এই নতুন Lenovo Thinkpad P52 ল্যাপটপটি রেডি VR ফিচারের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এটি টপ এন্ড স্পেসিফিকেশান যুক্ত। এই নতুন 8th ইন্টেল Xeon হেক্সা-কোর প্রসেসার, Nvidia কোদ্রো P30200GPU, 6TB স্টোর আর 128GB র‍্যাম যুক্ত। Lenovo Thinkpad  P52 তে ইউজার্সদের জন্য সেরা বিকল্প আসতে পারে যারা VR অ্যাপ ডেভলাপ করতে চায় বা 3D গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং য়ের কাজ করে। তবে এই লেনোভোর ল্যাপটপের দাম এখনও জানা যায়নি, আশা করা যায় যে এর দাম আগামী মাসে জানা যেতে পারে।

ThinkPadP52 তে একটি 15.6ইচনির 4K/UHD ডিসপ্লে আছে আর যা 400নিটস টাচস্ক্রিন যুক্ত। আর এতে একটি 1080×1920পিক্সালের অল্টারনেটিভ অপশান আছে যা 300নিটস ডিসপ্লে আর 72% NTSC বাছা যায়। আর ল্যাপটপে 8th জেনারেশানের ইন্টেল Xeon হেক্সা কোর প্রসেসার দেওয়া হয়েছে। আর এতে Nividia কোডরো P3200GPU য়ের সঙ্গে পেয়ার্ড করা হয়েছে। 128GB DDR4 র‍্যাম (যা ECC vs নন ECC কম্বিনেশানে নির্ভর করে) আর এটি 6TB স্টোরেজ এই ল্যাপটপে দেওয়া হয়েছে।

অন্য Thingpad P সিরিজের মতন এই ল্যাপটপে বেসিক ব্ল্যাক ডিজাইন দেওয়া হয়েছে। ওয়ার কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে তিনটি USB 3.1 পোর্ট, টাইপ A, দুটি USB-C থান্ডারবোল্ট একটি HDMI 2.0 পোর্ট মিনি ডিসপ্লে পোর্ট 1.4 আর একটি SD কার্ড রিডার আছে। আর অন্য অপশানের ক্ষেত্রে গিগবেঞ্চে ইথারনেট, Wi-Fi 802.11ac, ব্লুটুথ 5, অপশাননাল Cat 9 4G LTE আছে। Thinkpad P52র মেজারমেন্ট 377x252x25mm। আর এর ওজন 2.5 কিলোগ্রাম।

কোম্পানি এই মেশিনের সঙ্গে অপারেটিং সিস্টেমকে 5 টি অপশান দেবে যার মধ্যে উইন্ডোজ 10প্রো ফর ওয়ার্কস্টেশান্স, উইন্ডোজ 10প্রো, উইন্ডোজ 10 হোম, উবনতু রেড হেট লিনেক্স আছে। লেনোভো ইউন্ডোজ আর মাইক্রোসফট অফিস 2016 র ট্রায়ালও আছে। ThinkPad P52 উইন্ডোজ হ্যালো তে অফিসিয়াল রেকগজেশানের জন্য ইনফারেড ক্যামেরাও অফার করবে আর হাই-কোয়ালিটি স্ট্রিমিং আর অন্য অ্যাক্টিভিটির জন্য 720p ওয়েবক্যাম মেশিনের সঙ্গে অ্যাড করা হয়েছে।

ভায়াঃ

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo