এই এক্সচেঞ্জ অফারে আপনারা এক্সচেঞ্জে 16,000 টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পেতে পারেন
এমনিতেই ফ্লিপকার্ট দারুন সব অফার নিয়ে আসে আর আজকে তারা একটি দারুন অফার এনেছে। আর এই অফার পাওয়া যাচ্ছে ল্যাপটপের ওপরে। এখানে এই এক্সচেঞ্জ অফারে আপনারা এক্সচেঞ্জে 16,000 টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পেতে পারেন। আসুন তবে এই অফারের কিছু ল্যাপটপের বিষয়ে ডিটেলে দেখে নেওয়া যাক।
HP 15q APU Dual Core E2
আপনারা আজকের এই সেলে এই HP ল্যাপটপটি আজকে এখানে 22,990 টাকায় কিনেত পারবেন। আর এর আসল দাম এখানে 25,933 টাকা বলা হয়েছে। আর এটি একটি 15.6 ইঞ্চির ডিসপ্লে যুক্ত ল্যাপটপ যা 4GB/1TB আর উইন্ডোস 10 যুক্ত। এখান থেকে কিনুন।
Asus Pentium Quad Core
আসুসের এই পেন্টিয়াম কোয়াড কোর ল্যাপটপটি আপনারা আজকে এখানে 23,990 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম এখানে 26,990 টাকা বলা হয়েছে। আর এই ডিভাইসটি একটি 15.6 ইঞ্চির HD LED অ্যান্টি গ্লিয়ার ডিসপ্লে যুক্ত। আর এতে 4GB র্যাম আর 1 TB HDD পাওয়া যাবে। এখান থেকে কিনুন।
HP 15 APU Dual Core A9
আজকে আপনারা এই ল্যাপটপটি এখান থেকে 24,990 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 31,962 টাকা বলা হয়েছে। আর এটি আপনারা 4GB র্যামে পাবেন। আর এটির সঙ্গে 10 দিনের রিপ্লেসমেন্ট পলিসি পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
Lenovo Ideapad 330 Ryzen 3 Dual Core
এই ডুয়াল কোরের লেনোভো আইডিয়াপ্যাডটি আপনারা আজকে এখানে 25,990 টাকায় কিনতে পারবেন। আর এর সঙ্গে এর আসল দাম 37,090 টাকা বলা হয়েছে। আর এটি একটি প্রি ইন্সটলড ইউন্ডোর সঙ্গে আসে। এখান থেকে কিনুন।
Dell Inspiron 15 3000 APU Dual Core A9
আজকে আপনারা এই ডেলের ল্যাপটপটি এখানে মাত্র 28,990 টাকায় কিনতে পারেবন। আর এর আসল দাম 32,772 টাকা বলা হয়েছে। আর এটি একটি 8Gb আর 1 TB HDD যুক্ত। এটি 15.6 ইঞ্চির আর এটি আপনারা কালো রঙে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকতে পারেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।