জলের দরে ল্যাপটপ বাজারে আনল Infinix, দাম বা ফিচার্স জানেন কি?

জলের দরে ল্যাপটপ বাজারে আনল Infinix, দাম বা ফিচার্স জানেন কি?
HIGHLIGHTS

2022 জুনের দ্বিতীয় সপ্তাহে বাজারে এল ইনফিনিক্সের ইনবুক X1 স্লিম

যাদের সারাদিন ল্যাপটপ সঙ্গে নিয়ে ঘুরতে হয় তাদের জন্য একেবারে আদর্শ এই স্লিম ল্যাপটপটি

এতে থাকছে 14 ইঞ্চ FHD+ ডিসপ্লে সহ 16 GB ram, 10th Gen core i3, i5 ও i5 প্রসেসরের মতো ফিচার

Infinix Inbook X1 Slim জুনের দ্বিতীয় সপ্তাহেই ভারতের বাজারে এসেছে। এই পাতলা ল্যাপটপটি সেই সকল মানুষদের জন্য দারুন উপযোগী যাদের কাজের জন্য সারাদিন ল্যাপটপ সঙ্গে নিয়ে ঘুরতে হয়। এতে 14 ইঞ্চ FHD+ ডিসপ্লে সহ 16 GB RAM, 10th Gen core i3, i5 ও i5 প্রসেসর আছে এই ল্যাপটপে। আর থাকছে 512 GB পর্যন্ত SSD স্টোরেজ। 14ইঞ্চির FHD+ ডিসপ্লেতে সর্বোচ্চ 300 nits ব্রাইটনেস পাওয়া যাবে। 

ইনফিনিক্স ইনবুক এক্স 1 স্লিমের দাম কত?

ইনফিনিক্স ইনবুক এক্স 1 স্লিমের দাম ভারতে শুরু হচ্ছে 29990 টাকা থেকে।  ল্যাপটপের এই ভার্সনে থাকবে Intel core i3 প্রসেসর, সঙ্গে 8 GB ram এবং 256 GB SSD স্টোরেজ। 16GB RAM এবং 512 GB SSD স্টোরেজ সমৃদ্ধ ভার্সন কিনতে খরচ হবে 49990 টাকা। 10th Gen core i7 প্রসেসর সহ এই ল্যাপটপ কিনতেও 49990 টাকা লাগবে। 

infinix

কী কী ফিচার থাকছে এই ল্যাপটপে?

ইনফিনিক্স ইনবুক এক্স 1 স্লিমে থাকছে 14 ইঞ্চির FHD+ ডিসপ্লে। সঙ্গে এই ল্যাপটপের IPS ডিসপ্লেতে 300 nits এর মাক্সিমাম ব্রাইটনেস পাওয়া যাবে। সর্বোচ্চ 10th Gen Inter core i7 প্রসেসর সহ কেন যাবে ইনফিনিক্সের এই ল্যাপটপ। এর সঙ্গে থাকবে 16GB LPDDR4 RAM এবং 512 GB m.2 NVme PCle 3.0 SSD স্টোরেজ। 50Wh ব্যাটারি থাকছে এই ল্যাপটপে। এক চার্জে 9 ঘণ্টা অবধি চলবে এই ল্যাপটপ। এমনটাই দাবি করছে কোম্পানি। ল্যাপটপের সঙ্গে পাওয়া যাবে 65W USB টাইপ C ফাস্ট চার্জ সাপোর্ট। এর ফলে মাত্র 90 মিনিটেই ল্যাপটপের ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। 

এই ল্যাপটপ তৈরি করতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি মেটাল বডি। ওজন মাত্র 1.24 কেজি ইনফিনিক্সের এই ল্যাপটপের। এই কম ওজনের ল্যাপটপটি মাত্র 14.8 mm পাতলা। 

এই ল্যাপটপে একটি হাইডেফিনিশন ওয়েব ক্যামেরা এবং স্টিরিও স্পিকারের সুবিধাও রয়েছে। সেখানে থাকবে DTS প্রযুক্তির সাপোর্ট। এর পাশাপাশি রয়েছে 1.0 কুলিং সিস্টেম। যদি কেউ এই ল্যাপটপে এক টানা অনেকক্ষণ গেম খেলে তাহলে এই ফিচার কাজে লাগবে। ইনফিনিক্স ইনবুক X1 স্লিমে দুটি USB 3.0 পোর্ট, দুটি USB টাইপ C পোর্ট, একটি HDMI 1.4 পোর্ট, একটি SD কার্ড রিডার স্লট আর একটি 3.5mm এর হেডফোন অডিও জ্যাক রয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo