IFA 2019: এসার ক্রোমবুক লঞ্চ হল, এর প্রাথমিক দাম 42,000 টাকা

IFA 2019: এসার ক্রোমবুক লঞ্চ হল, এর প্রাথমিক দাম 42,000 টাকা
HIGHLIGHTS

এসার ক্রোম বুক 4 মডেলটি আলাদা সাইজে এসেছে

ক্রোমবুক 314 য়ের দাম 42,000 টাকা

এসার তাদের নতুন ক্রোমবুক লাইনআপ লঞ্চ করেছে। ক্রোমবুকে 4টি নতুন মডেল আর 3টি সাইজ মেজার করা হয়েছে। আর কোম্পানি অনুসারে এই সব ডিভাইস পোর্টেবেল হবে আর এর সঙ্গে এর পার্ফর্মেন্সের ক্ষেত্রেও ভাল হবে। আর এইউ সব ডিভাইসে ডুয়াল কোর ইন্টেল সেলেরন N4100 প্রসেসার আর ক্রোম OS আছে। ক্রোমবুক 315য়ে একটি ভেরিয়েন্ট আছে আর এটি ইন্টেল পেন্টিয়াম সিলভার N5000 প্রসেসার যুক্ত আর এটি বেশি ভাল।

এসার অনুসারে সব ডিভাইস এক দিন আর বিকেল পর্যন্ত বিনা চার্জে চলতে পারে। এসার ক্রোমবুক 315 আপনাকে 12.5 ঘন্টার ব্যাটারি লাইফ দেবে। আর সব মডেল 4 টি আপনাকে USB টাইপ 3.1 C যেন 1 পোর্ট আছে। আর এই পোর্টে ব্যাবহার করা অন্য ডিভাইস চার্জ করে ডাটা ট্রান্সফার করার জন্য কোন ডিসপ্লে কানেক্ট করার পরে এটি করা যায়। আর এতে আপনারা মাইক্রো SD রেডার পাবেন।

ক্রোমবুকে আপনারা ফ্রন্ট ফেসিং HD ওয়েবক্যাম পাবেন। আর এর সঙ্গে একটি মডেলে Chromebook Spin 311তে আপনারা “ওয়ার্ল্ড ফ্যাসিং ক্যামঃ পাবেন যা আপনাদের 1080p  ভিডিও ক্যাপচার করতে পারে। আর সব ফ্যানলেস ডিজাইন আর ময়সচার রেজিস্টেন্স টাচপ্যাডের সঙ্গে আসবে। আর এর সব মডেল এইন্টেল Gigabit WiFi  আর একটি 802.11ac ওয়ারল্কেস অ্যান্টেনা র সঙ্গে 2×2 MU-MIMO আছে। আর আপনারা ফাস্ট ওয়ারলেস কানেকশান পাবেন। আর সেখানে ব্লুটুথ 5.0 ও আছে।

এসার ক্রোমবুক  314 য়ের দাম 42,000 টাকা আর এটি 2019 য়ের ডিসেম্বর মাসে পাবেন। আর এই মডেলে আপনারা 14 ইঞ্চির ফুল HD অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে IPS1 প্রযুক্তির সঙ্গে পাবেন। আর এতা গুগল অ্যাসিস্টেন্সের সঙ্গে ‘হে গুগল’ বলে অ্যাক্টিভেট করা যাবে। আর এই ক্রোমবুকে মাল্টিপেল সাইন ইন আছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo