Asus, HP এর দুর্দান্ত ফিচার সহ গেমিং ল্যাপটপে বাম্পার ছাড়, দাম 47,990 টাকা থেকে শুরু
চলছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল
এইচপি সহ একাধিক ব্র্যান্ডের উপর মিলছে দারুন ছাড়
80000 টাকার মধ্যেই একাধিক গেমিং ল্যাপটপ পেয়ে যাবেন আপনি
Amazon Great Indian Festival Sale চলছে। গত 23 সেপ্টেম্বর থেকে চালু হয়েছে Amazon Great Indian Festival Sale । একাধিক প্রোডাক্টের উপর মিলছে দারুন সব ছাড়। আপনার যদি Gaming Laptop কেনার ইচ্ছে থাকে তাহলে দেখে নিন সেরার তালিকা।
সেল চলাকালীন SBI কার্ড পেমেন্টে 10% ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। সেলের সময় নো-কস্ট EMI, এক্সটেন্ডেড ওয়ারেন্টি, বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।
Lenovo IdeaPad Gaming 3
এই ল্যাপটপের আসল দাম হল 82,490 টাকা। কিন্তু এই সেলে ল্যাপটপটি মাত্র 49,990 টাকায় মিলছে। এতে আছে 15.6 ইঞ্চির স্ক্রিন যাতে রয়েছে Full HD IPS ডিসপ্লে। ওজন মাত্র 2.25 কেজি। এক্সচেঞ্জ করলে পাবেন 14,500 টাকার ছাড়। SBI এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন 1,000 টাকার ছাড়, Non EMI transactionএ এই কার্ড ব্যবহার করলে 10% থেকে 1,250 টাকা অবধি ছাড় মিলবে। আর EMI transaction করলে পাওয়া যাবে 1,500 টাকার ছাড়। এছাড়া Bajaj Finserv, Amazon Pay ICICI ক্রেডিট কার্ড, American Express ক্রেডিট কার্ড, Bank of Baroda, HDFC, HSBC, ICICI, IndusInd, Jammu and Kashmir, Kotak Mahindra, RBL, Standard Chartered, Yes ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন no cost EMI এর সুবিধা। সেরা ডিল দেখুন এখানে।
HP Victus
এই ল্যাপটপের আসল দাম হল 71,343 টাকা, কিন্তু এই সেলে এটি মাত্র 51,990 টাকায় পেয়ে যাবেন। এতে রয়েছে 16.1 ইঞ্চির স্ক্রিন যাতে রয়েছে Full HD ডিসপ্লে এতে আছে 8 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। এক্সচেঞ্জ করলে পাবেন 19,500 টাকার ছাড়। SBI এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন 1,500 টাকার ছাড়, Non EMI transactionএ এই কার্ড ব্যবহার করলে 10% থেকে 1,250 টাকা অবধি ছাড় মিলবে। আর EMI transaction করলে পাওয়া যাবে 1,500 টাকার ছাড়। এছাড়া Bajaj Finserv, Amazon Pay ICICI ক্রেডিট কার্ড, American Express ক্রেডিট কার্ড, Bank of Baroda, HDFC, HSBC, ICICI, IndusInd, Jammu and Kashmir, Kotak Mahindra, RBL, Standard Chartered, Yes ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন no cost EMI এর সুবিধা। সেরা ডিল দেখুন এখানে।
HP Pavilion Gaming
এই ল্যাপটপের আসল দাম হল 85,999 টাকা। কিন্তু এই সেলে ল্যাপটপ মাত্র 61,700 টাকায় পেয়ে যাবেন। এতে রয়েছে 15.6 ইঞ্চির একটি full HD ডিসপ্লে। এতে আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যা 1TB অবধি বাড়ানো সম্ভব এসডি কার্ডের সাহায্যে। SBI এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন 1,500 টাকার ছাড়, Non EMI transactionএ এই কার্ড ব্যবহার করলে 10% থেকে 1,250 টাকা অবধি ছাড় মিলবে। আর EMI transaction করলে পাওয়া যাবে 1,500 টাকার ছাড়। এছাড়া Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন no cost EMI এর সুবিধা। সেরা ডিল দেখুন এখানে।
Dell G15 5511 Gaming
এই ল্যাপটপের আসল দাম হল 89,990 টাকা। তবে এটি মাত্র 77,499 টাকায় পাওয়া যাবে এই সেলে। এতে আছে 15.6 ইঞ্চির একটি full HD ডিসপ্লে যাতে আছে 120 Hz রিফ্রেশ রেট। 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ল্যাপটপে। এক্সচেঞ্জ করলে পাবেন 14,500 টাকার ছাড়। SBI এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন 1,500 টাকার ছাড়, Non EMI transactionএ এই কার্ড ব্যবহার করলে 10% থেকে 1,250 টাকা অবধি ছাড় মিলবে। আর EMI transaction করলে পাওয়া যাবে 1,500 টাকার ছাড়। এছাড়া Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন no cost EMI এর সুবিধা। সেরা ডিল দেখুন এখানে।
MSI Katana GF76
এই ল্যাপটপের আসল দাম 1,00,990 টাকা। কিন্তু এই সেলে এটি মাত্র 79,989 টাকায় কেনা যাবে। এতে আছে 43 CM এর Full HD ডিসপ্লে যাতে 144 Hz রিফ্রেশ রেট রয়েছে। সঙ্গে আছে 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। এক্সচেঞ্জ করলে পাবেন 19,500 টাকার ছাড়। SBI এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন 1,500 টাকার ছাড়, Non EMI transactionএ এই কার্ড ব্যবহার করলে 10% থেকে 1,250 টাকা অবধি ছাড় মিলবে। আর EMI transaction করলে পাওয়া যাবে 1,500 টাকার ছাড়। এছাড়া Bajaj Finserv, Amazon Pay ICICI ক্রেডিট কার্ড, American Express ক্রেডিট কার্ড, Bank of Baroda, HDFC, HSBC, ICICI, IndusInd, Jammu and Kashmir, Kotak Mahindra, RBL, Standard Chartered, Yes ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন no cost EMI এর সুবিধা। সেরা ডিল দেখুন এখানে।