Paytm মলের দারুন সব ল্যাপটপের অফার
পেটি এমে দারুন সব ল্যাপটপের অফার
লেনোভো বা আসুসের ল্যাপটপও কিনতে পারবেন
আমাদের নিত্যদিনের কাজে যে সব জিনিস লাগে তার মধ্যে অন্যতম একটি হল ল্যাপটপ। আর এই ল্যাপটপ আপনারা যদি কিনতে চান তবে আজকে দারুন সুযোগ এসেছে পেটিএম মলে। আজকে আপনারা বেশ কিছু দারুন ল্যাপটপ এখান থেকে কিনতে পারবেন।
এই তালিকায় আছে আসুসের ল্যাপটপ আবার আছে লেনোভোর ল্যাপটপের নামও। আসুন আজকের সেই সব ডিল গুলি ভাল করে দেখে নেওয়া যাক।
Lenovo Ideapad 330
এই লেনোভোর আইডিয়া প্যাডটি আপনারা আজকে এখানে 16,490 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 23,890 টাকা বলা হয়েছে। এটি একটি 4GB র্যাম আর 500GB HDD যুক্ত। এটি একটি 15.6 ইঞ্চির ডিসপ্লে যুক্ত ল্যাপটপ। এখান থেকে কিনুন।
iBall CompBook Aer3
আইবলের এই কম্পবুকটি আপনারা মাত্র 16,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 34,999 টাকা বলা হয়েছে। এটি একটি পেন্টিয়াম কোয়াড কোর ল্যাপটপ। এখান থেকে কিনুন।
Asus Vivobook X507
আসুসের এই ভিভোবুকটি আপনারা আজকে এখানে মাত্র 20,375 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 26,990 টাকা বলা হয়েছে। আর এটি আপনারা 4GB র্যাম আর 1TB স্টোরেজে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Lenovo Ideapad
লেনোভোর এই আইডিয়া প্যাডটিতে আপনারা আজকে এখানে মাত্র 23,980 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 40,490 টাকা বলা হয়েছে। আর এটি একটি 6th জেনারেশানের ল্যাপটপ। এখান থেকে কিনুন।
HP 240 G6
এই ইন্টেল কোর i3 যুক্ত HP র ল্যাপটপটি আজকে এখানে মাত্র 27,290 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 31,419 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
Asus Vivobook X507
আসুসের এই ভিভোবুকটি আপনারা এখানে মাত্র 27,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 37,990 টাকা বলা হয়েছে। আর এটি একটি কোর i3 7th জেনারেশানের ল্যাপটপ। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারের পরিবর্তন হতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।