Dell লঞ্চ করল দুর্দান্ত ফিচার সহ একাধিক Gaming Laptops, জানুন দাম এবং ফিচার
By
Digit Bangla |
Updated on 28-Aug-2021
HIGHLIGHTS
নিউ লঞ্চ হওয়া ল্যাপটপের মধ্যে রয়েছে ডেল ব্র্যান্ডের Dell G15 গেমিং সিরিজ এবং নতুন XPS সিরিজ
Dell G15 AMD ল্যাপটপ মার্কেটে বিক্রি হবে 23 সেপ্টেম্বর থেকে
Dell G15 AMD ল্যাপটপ মডেলের দাম শুরু হবে 82,990 টাকা থেকে
এই ফেস্টিভ সিজেনে প্রতিটি টেক কোম্পানিই নতুন নতুন ডিভাইস লঞ্চ করতে এগিয়ে আসছে। সম্প্রতি ডেল (Dell) ব্র্যান্ডও বেশ কিছু পারসোনাল কম্পিউটারের পোর্টফোলিও ভারতের বাজারে লঞ্চ করেছে। এই নতুন ল্যাপটপগুলিকে এখনও পর্যন্ত সবচাইতে পাতলা ল্যাপটপগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হচ্ছে। নিউ লঞ্চ হওয়া এই লাইনআপ ল্যাপটপগুলির মধ্যে রয়েছে ডেল ব্র্যান্ডের Dell G15 গেমিং সিরিজ এবং নতুন XPS সিরিজের ল্যাপটপ। যার মধ্যে আসবে Dell G15(Intel),G15(AMD),XPS15,XPS17,Alienware x15, Alienware x17 ল্যাপটপ মডেল।
Dell G15(Intel),G1(AMD), XPS15, XPS17, Alienware x15, Alienware x17 ল্যাপটপ মডেলের দাম-
- Dell G15 AMD ল্যাপটপ মার্কেটে বিক্রি হবে 23 সেপ্টেম্বর থেকে। এই ল্যাপটপ মডেলের দাম শুরু হবে 82,990 টাকা থেকে। Dell G15(Intel) মডেলও বাজারে পাওয়া যাবে একই দিন থেকে। দাম শুরু হবে 94,990 টাকা থেকে।
- Dell XPS15 মডেল এখন বাজারে মিলবে 2,23,990 টাকায় এবং XPS17 মডেলের দাম শুরু 2,64,490 টাকায়।
- Alienware x15 মডেলের দাম শুরু 2,40,990 টাকা থেকে ও Alienware x17 ল্যাপটপ মডেল পাওয়া যাবে 2,90,990 টাকায়।
- এই ল্যাপটপগুলি কেনা যাবে ডেলের এক্সক্লুসিভ স্টোর থেকে। এছাড়া বড় আউটলেট ও রিটেইল স্টোরে মিলবে এই ল্যাপটপ। 3 সেপ্টেম্বর থেকে ডেলের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে Dell G15(Intel), G15(AMD), XPS15, XPS17, Alienware x15, Alienware x17 ল্যাপটপ মডেল।
Alienware x15 ও x17 গেমিং ল্যাপটপের ফিচার-
নতুন Alienware x সিরিজের ল্যাপটপে থাকবে 11th জেন ইনটেল কোর i9H-সিরিজ মোবাইল প্রসেসর, x15 ল্যাপটপ মডেলে। x17 মডেলে থাকবে i9K CPU এবং NVIDIAGeForce । দুটো মডেলেই মিলবে RTX 3080 GPU সাপোর্ট।
x15 ল্যাপটপ মডেলে পাওয়া যাবে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট 360Hz ও সঙ্গে থাকবে Nvidia G-SYNC এবং অ্যাডভান্সড অপ্টিমাস। এই ল্যাপটপ মডেল আসবে 300 নিটস ব্রাইটনেস সমেত এবং এতে থাকবে 100% sRGB কালার গামুট। ল্যাপটপটি চলবে উইন্ডোজ 10 হোম ভার্সনে। পাওয়া যাবে 16GB এবং 32GB RAM ভ্যারিয়েন্টে।এই ল্যাপটপে মিলবে সিঙ্গেল স্টোরেজ অপশন, যেখানে থাকবে 1TB PCIe M.2 সলিড স্টেট ড্রাইভ।
x17 মডেলে থাকবে একই ডিসপ্লে পাওয়ার। তবে ডিসপ্লের সাইজ হবে 17.3 ইঞ্চি। এই ল্যাপটপ কাজ করবে উইন্ডোজ 10 হোম ভার্সনে। মিলবে কেবল 32GB RAM ভ্যারিয়েন্টে। এই মডেলেও থাকবে সিঙ্গেল স্টোরেজ অপশন, 1TB PCIe M.2 সলিড স্টেট ড্রাইভ সমেত।
দুটি ল্যাপটপেই মিলবে থার্মাল কন্ট্রোল সার্কিট অফসেট, যা সিপিইউ-র টেম্পারেচর কন্ট্রোল করতে সাহায্য করবে। ল্যাপটপ মডেল দুটিতে থাকবে পাঁচটি পাওয়ার স্টেটস-ফুল স্পিড(ম্যাক্স পাওয়ার), পারফরমেন্স মোড ( গ্রাফিক্স প্রায়োরিটি), ব্যালেন্সড মোড (ব্যালেন্সড সিপিইউ /জিপিইউ), ব্যাটারি সেভার (লো- টেম্পারেচর প্রায়োরিটি) এবং কোয়ায়েট মোড (অ্যাকোউস্টিক প্রায়োরিটি)।