CES 2020 : SAMSUNG GALAXY CHROMEBOOK য়ের কিছু দারুন বৈশিষ্ট্য

CES 2020 : SAMSUNG GALAXY CHROMEBOOK য়ের কিছু দারুন বৈশিষ্ট্য
HIGHLIGHTS

CES 2020: Samsung Galaxy Chromebook তাদের একটি 13.4 ইঞ্চির 4K AMOLED ডিসপ্লে দিচ্ছে

আর সঙ্গে আছে 16GB র LPDDR3 র‍্যাম আর এর স্টোরেজ 1TB

Samsung Galaxy Chromebook য়ের দাম 999.99 ডলার মানে প্রায় 71,800 টাকা

স্যামসাং CES 2020 তে নতুন একটি ক্রোমবুক নিয়ে এসেছে। এই ডিভাইসটি গ্যালাক্সি ক্রোমবুক নামে এসেছে আর এটি একটি টু ইন ওয়ান প্রোডাক্ট। এটি বিল্ট ইন স্টাইলসের সঙ্গে এসেছে আর গুগল অ্যাসিস্টেন্স সাপোর্ট পাচ্ছে। আর স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুকের 9.9 মিমি থিকনেসের সঙ্গে আসা প্রথম ক্রোমবুক। আর এর সঙ্গে  4K AMOLED ডিসপ্লে সাপোর্ট করে যা কোম্পানির প্রথম ক্রোমবুক। এই ডিভাইসের ওজন 1.04kg।

স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুক অপারেটিং সসিটেমে চলে আর এটে একটি 13.3 ইঞ্চির 4K AMOLED টাচ স্ক্রিন ডিসপ্লে আছে। আর অ্যাম্বিয়েন্ট ইবুক ক্ষ্মতার সঙ্গে উচ্চ গ্রাফিক্সের জন্যহ HDR 400 সাপোর্ট পাচ্ছে। আর এই সুবিধা লঞ্চের সময়ে থাকবে না, তবে বছরের শেষে আপডেটের মাধ্যমে এটি দেওয়া হবে। আর এই ডিভাইসে 10th জেনারেশানের জেনারেল ইন্টেল কোর i5 প্রসেসার দেওয়া হবে। আর এটি ইন্টেল UHD গ্রাফিক্সের সঙ্গে আসবে। আর ক্লিক টু কল আর মেক্সসেজিং অ্যাপে এতে আপনারা পাবেন আর সঙ্গে স্যামসাং স্মার্টফোনের সুবিধা আছে। এর মানে এই যে এটি সব রকমের কাজ করতে পারে।

গ্যালাক্সি ক্রোমবুকে 16GB LPDDR3 র‍্যাম আর  1TB SSD আছে। এটি 2x 2w স্টিরিও স্পিকার ব্যাকলিট কি বোর্ড আর একটি বিল্ট ইন পেন যুক্ত। আর এটি ফ্রন্টে গ্যালাক্সি ক্রোমবুক 2 X USB টাইপ C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক আর UFS/মাইক্রো এসডি কার্ড রিডার আছে, আর এটি 49.2Wh ব্যাটারি যুক্ত।

আর গ্যালাক্সি ক্রোমবুক ক্যামেরার সঙ্গে এসেছে যা একটি ডিসপ্লেতে 1MP র কিবোর্ড ডেকে অন্য 8MP র ক্যামেরা আছে। আর এতে ইন্টেল ডিজিটাল ডুয়াল এয়ার মাইক্রোফোন+ মিনি মাইক্রোফোন আছে।

স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুকের দাম  $999.99 (প্রায় 71,800টাকা)। আর এটি 2020 র প্রথমে বিক্রির জন্য আসবে। আর এই ডিভাইসটি ফিক্সটা রেড আর মারকেরই গ্রে কালারে বিক্রি করা হবে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo