CES 2019 সবে শুরু হলেও অনেক কিছুর অ্যানাউন্সমেন্ট হচ্ছে। HP তাদের নতুন ডিভাইসের বিষয়ে ঘোষনা করেছে। এতে তাদের HP ওমান 15, আছে যা 240Hz যুক্ত বিশ্বের গেমিং ল্যাপটপ। কোম্পানি এর সঙে ওমান X emperium 65 ইঞ্চির G-Sync HDR মনিটার নিয়ে আসছে যার রিফ্রেস রেট 144Hs, আর এর সঙ্গে সাউন্ডবারও আছে। HP এর সঙ্গে এও জানিয়েছে যে HP প্যাভেলিয়ানের নতুন ডিসপ্লেও আসবে, আর সঙ্গে থাকবে x360 830 G5, রিফ্রেসড OMEN অবলিকস ডেকস্টপও আরও অনেক কিছু।
HP Omen 15 ল্যাপটপটি 240Hz রিফ্রেস রেটের প্যানেল অপশানের সঙ্গে অ্যানাউন্স করা হয়েছে। এই নতুন ডিভাইসে NVIDIA GeForce RTX 20 সিরিজের GPU আর অপশানাল 802.11ax Wi-Fi অ্যাডপ্টার আছে। এই ল্যাপটপটিতে 15.6 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে 144hz 1080p, 60Hz 4K আর 60Hz 1080p ডিসপ্লে অপশান আর NVIDIA G-SYNC প্রযুক্তি আর কনফাগেরশান যুক্ত। আর এই ল্যাপটপের রিফ্রেস ভার্সানটি US তে সামনের ফেব্রুয়ারিতে $1,369,99 (আনুমানিক 95,411 টাকা) দামে লঞ্চ করাহতে পারে আর এই ডিভাইসে একটি অপশানাল 240Hz রিফ্রেস রেটের ভার্সানও আছে আশা করা হচ্ছে যে এটি জুলাই মাসে আসবে।
Hp র বড় গেমিং ডিসপ্লে (BFGD) র সঙ্গে Omen C Emperium 65 লঞ্চ হয়েছে আর এরফ সঙ্গে G-SYNC HDR সাপোর্টও আছে। আর এই ডিভাইসটি 64.5 ইঞ্চির ডিসপ্লে 144Hz রিফ্রেস রেট আর OMEN X Emperium সাউন্ডবারের সবঙ্গে 120W য়ের আউটপুট পাওয়ার যুক্ত। এই সাউন্ডবারটি তিনদিকের স্টিরিও কার্ভার সিস্টেম যুক্ত আর এতে লো ফ্রিকুয়েন্সি arry (LOFAR) প্রযুক্তি আর ভাইব্রেশান রিডাকশান প্রযুক্তি (VRT) আছে যা সাউন্ডবারের দরকার অনুসারে সাবউফারকে ডিটেক্ট করে। OMEN X Emperium 65 সাউন্ডবারের সঙ্গে মার্চ মাসে এসিয়া প্যাসিফিকে প্রাথিমক ভাবে $4,999 (আনুমানিক 3.48 লাখ টাকা)য় পাওয়া যাবে।
OMEN Obelisk Desktop য়ের সব থেকে নতুন ভার্সান 64GB হাইপার মেমারি পর্যন্ত সাপোর্ট করে, আর এর সঙ্গে অপশান আছে NVIDIA GeForce RTX 2080 টি গ্রাফিক কার্ডের। আর কোম্পানি এর সঙ্গে এতে 9th জেনারেশান ইন্টেল কোর i9-990K CPU আর ডুয়া SSD w/RAIDO আর লিকুইড কুলিং সাপোর্ট দিয়েছে। এই নতুন OMEN Obelisk Desktop মার্চ মাস থেকে $2,249 (আনুমানিক 1.57 লাখ টাকা) য় পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
HP এর সঙ্গে বেশ কিছু নতুন প্যাভেলিয়ান ডিসপ্লের কথাও জাইয়েছে। নতুন HP Pavilion 37 Quantum Dot আছে যাতে দাবি করা হয়েছে যে এটি বিশ্বের প্রথম কোয়ান্টম ডট গ্লাসের ডিসপ্লে যুক্ত, আর এর সঙ্গে এটি ডিসপ্লতে এক বিলিয়ানের বেশি কালার দিতে পারে। আর কোম্পানি এর সঙ্গে ফুল HD ভারসানের 27 ইঞ্চির HP প্যাভেলিয়ান নিয়েছে যাতে ফিচার হিসাবে B&Q অডিও আর পপ আপ প্রাইভেসি ক্যামেরা আর QHD HP প্যাভেলিয়তান 32আছে। আর কোম্পানি এর সঙ্গে দুটি নতুন অ্যাক্সেসারিজের বিষয়েও ঘোষনা করেছে- HP Envy USB C হাব আর এটি দুটি USB A চার্জিংয়ের সময়ে পাস করতে আপ্রে। আর এর সঙ্গে এটি HDMI 2.0 পোর্ট আর 4k রেজিলিউশানের ফিচার যুক্ত। আর অন্য অ্যাক্সেসারিটি হল HP 15.6 Odyssey Backpack যা তিনটি জিওমেট্রিক কালার প্যাটার্নে এসেছে।
এই HP প্যাভেলিয়ান 27 FHD ডিসপ্লে আর প্যাভেলিয়ান 27 কোয়ান্টাম ডট ডিসপ্লে মার্চ মাসে যথাক্রমে $329 (আনুমানিক 23,000 টাকা, আর $399(আনুমানিক 27,800 টাকা) আসবে। আর HP প্যাভেলিইয়ান 32 QHD ডিসপ্লে এশিয়া প্যাসিফিকে এপ্রিলে প্রাথমিক দাম $379.99(আনুমানিক 26,535 টাকা) য় আসবে বলে আশা করা হচ্ছে। HP 15.6 Odyessey ব্যাকআপ মার্চ মাসে $69.9(আনুমানিক 4,890 টাকা) প্রাথমিক দামে আসবে আর HP Envy USB C হাব মার্চ মাসে প্রাথমিক দাম $79.99(আনুমানিক 5,585 টাকা) য় আসবে বলে মনে করা হচ্ছে।
প্রাইভেসি আর সিকিউরিটি ফোকাস করে HP তাদের এলিট লাইনআপের বিষয়ে জানিয়েছে। এটি HP Sure View প্রাইভেসি স্ক্রিন যুক্ত হবে। এই HP EliteBook X360 830 G5, এর ফিচার উজ্জল ডিপ্লে আর বিজনেস কনভার্টেবেল। কোম্পানি জানিয়েছে যে এলিট ওইয়ান 800 AiO G5 এর সঙ্গে ডিস্ক্রিয়েট গ্রাফিক কার্ডের সঙ্গে আসবে। HP এলিট ডিসপ্লে E423p ফেব্রুয়ারি $379.99(আনুমানিক 26,535 টাকা) য় আসবে। আর HP এলিট বুক x360 830 G5 আর HP এলিট ওয়ান 800 AiO G5 দুটিই মার্চ বা জুন করে পাওয়া যাবে। এদের দাম আর কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।