আপনি কি স্টুডেন্ট? পড়াশোনার জন্য বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজছেন? রইল সেরা অপশন
30,000 টাকা বাজেটের মধ্যে সেরা ল্যাপটপ
Dell, HP, Lenovo ল্যাপটপ মাত্র 30,000 টাকা বাজেটে
সস্তায় পাবেন ব্র্যান্ডেড ল্যাপটপ
এই ওয়ার্কফ্রম হোমের যুগে ল্যাপটপ আমাদের প্রধান ভরসার জায়গা হয়ে উঠেছে। আজকাল ভালো ল্যাপটপ কিনতে হলে খরচ পড়ে 50,000 টাকা বা তার বেশি। তবে এর চাইতে কম বাজেট রেঞ্জে আপনি ভাল ল্যাপটপ পেয়ে যেতে পারেন। এই ধরণের ল্যাপটপগুলিতে গেমস খেলা বা ভিডিও এডিট করা যাবে না ঠিকই তবে বেসিক কাজকর্ম যেমন মেইল চেক, ওয়ার্কবুক তৈরির মতন কাজ নির্দ্বিধায় করা যাবে।
আজ আমরা আপনার জন্য এনেছি মাত্র 30,000 টাকা বাজেটের মধ্যে সেরা ল্যাপটপের খোঁজ। এই রেঞ্জে আপনি এখন পাবেন Dell, HP, Lenovo-র মতো ব্র্যান্ডেড ল্যাপটপ, আসুন জেনে নেওয়া যাক-
Dell Inspiron 15 3000 পাওয়া যাচ্ছে 29,489 টাকায়
Dell Inspiron 15 3000 ল্যাপটপ এখন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি হচ্ছে 30,000 টাকার মধ্যেই। এই ল্যাপটপে রয়েছে 15.6 ইঞ্চি অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে এলইডি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিভাইসে রয়েছে AMD Athlon Silver 3050U প্রসেসর যা যুক্ত হয়েছে রেডিয়ন গ্রাফিক্সের দ্বারা। এই ডিভাইসে রয়েছে 4GB DDR4 RAM যা সংযুক্ত হয়েছে 1TB SATA হার্ড ড্রাইভ দ্বারা। এই ল্যাপটপ চলবে মাইক্রোসফটের উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের মাধ্যমে।
Acer A315 Aspire 3 পাওয়া যাচ্ছে 29,499 টাকায়
রিলায়েন্স ডিজিটাল ওয়েবসাইটে Acer A315 Aspire 3 পাওয়া যাবে 30,000 টাকা বাজেটের মধ্যেই। এই ল্যাপটপে রয়েছে AMD Ryzen 3 3250U প্রসেসর। এই ডিভাইসে রয়েছে 4GB RAM ও 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোসফটের উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে এই ডিভাইস কাজ করবে।
HP 15s gu0014AU পাওয়া যাচ্ছে 27,999 টাকায়
HP 15s gu0014AU ল্যাপটপ রিলায়েন্স ডিজিটালের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে মাত্র 30,000 টাকার মধ্যে। এই ল্যাপটপে রয়েছে AMD Athlon Silver 3050U প্রসেসর যা রয়েছে 4GB RAM ও 1TB ইন্টারনাল স্টোরেজ সমেত। এই ডিভাইসে রয়েছে 15.6 ইঞ্চি হাই-ডেফিনেশন ডিসপ্লে যেখানে রয়েছে 1366X768 পিক্সেল রেজোলিউশন। এই ডিভাইস কাজ করবে মাইক্রোসফটের উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে।
Asus EJ001T পাওয়া যাচ্ছে 24,999 টাকায়
রিলায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে Asus EJ001T কেনা যাচ্ছে মাত্র 30,000 টাকায়। এই ল্যাপটপে রয়েছে 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে সঙ্গে ইনটেল ইউএইচডি 600 গ্রাফিক্স। এই ডিভাইসে রয়েছে Intel Celeron N4020 প্রসেসর। এছাড়া রয়েছে 4GB RAM-র সঙ্গে 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। এই ডিভাইস কাজ করে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে। পাওয়া যাবে মাইক্রোসফট অফিসের সুবিধাও।
Lenovo 8QIN IdeaPad Slim 3i পাওয়া যাচ্ছে 28,999 টাকায়
রিলায়েন্স ডিজিটালে Lenovo 8QIN IdeaPad Slim 3i কেনা যাবে 30,000 টাকার মধ্যে। এই ডিভাইসে রয়েছে 15.6 ইঞ্চি হাই-ডেফিনেশন ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে Intel Celeron N4020। গ্রাফিক্স ফিচার হিসেবে রয়েছে ইনটেল UHD গ্রাফিক্স 600। এই ডিভাইসে রয়েছে 4GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ। এই ল্যাপটপ চলবে উইন্ডোজ 10 হোম অপারেটিং সিস্টেমে। অ্যাডিশনাল ফিচার হিসেবে রয়েছে অফিস হোম ও Student 2019।