বাম্পার অফার! Amazon Sale-এ প্রচুর সস্তায় বিক্রি হচ্ছে এই 5 গেমিং Laptops, 26000 টাকা পর্যন্ত ছাড়

Updated on 31-Oct-2021
HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale চলবে 2 নভেম্বর পর্যন্ত

গেমিং ল্যাপটপের ওপর পাওয়া যাচ্ছে সেরা ডিল

ব্র্যান্ডেড ল্যাপটপের ওপর পাওয়া যাচ্ছে 30% -র ওপরে ছাড়

Amazon Great Indian Festival Sale এসে গেছে এক্কেবারে শেষ সেগমেন্টে। 2 নভেম্বরে শেষ হবে গোটা একমাস জুড়ে চলা এই ফেস্টিভ সেল। তবে এখন অ্যামাজনে ধনতেরাস উপলক্ষে চলছে “Finale Days” সেল। যার ফলে কোটাক, ICICI ব্যাঙ্ক এবং RuPay ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা করলে পাওয়া যাচ্ছে 10% ইনস্ট্যান্ট ছাড়। এছাড়া Amazon Pay UPI দিয়ে পেমেন্ট করলেও পাওয়া যাবে 10% ক্যাশব্যাক।

সেলে বিভিন প্রোডাক্টের ওপর এখনও পাওয়া যাচ্ছে দুর্দান্ত অফার। তবে HP, Asus, Dell, Lenovo ল্যাপটপ কেনা যাচ্ছে দারুণ ছাড়ে। আপনিও যদি নতুন গেমিং ল্যাপটপ কেনার কথা ভেবে থাকেন তবে চোখ বুলিয়ে নিতে পারেন অ্যামাজনের সমস্ত ডিলে-

MSI GF75 Thin

  • এই গেমিং ল্যাপটপ অ্যামাজনের Finale Days সেলে কেনা যাবে 57,990 টাকায়। আসল দাম রয়েছে 82,990 টাকা।
  • ক্রেতারা এই ল্যাপটপের ওপর ডিসকাউন্ট পাচ্ছেন 30% মানে মোটামুটি 25,000 টাকা মতন। এক্সচেঞ্জ অফার রয়েছে 18,200 টাকার। এই ডিভাইসে রয়েছে 15.3 ইঞ্চির FHD IPS ডিসপ্লে। ল্যাপটপ কাজ করবে ইনটেল i5-10300H প্রসেসরে। আপনি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন।

Lenovo Legion Y540

  • Lenovo ব্র্যান্ডের এই গেমিং ল্যাপটপ অ্যামাজনের সেলে কেনা যাবে 60,990 টাকায়। লিস্টিংয়ে এই ডিভাইসের দাম রয়েছে 89,490 টাকা।
  • সেলে এই ল্যাপটপের ওপর পাওয়া যাচ্ছে 28,500 টাকার ছাড়। স্পেসিফিকেশন হিসেবে বলা যেতে পারে Lenovo Legion Y540 ল্যাপটপ আসছে 15.6 ইঞ্চির FHD IPS ডিসপ্লের সাথে। এই ডিভাইস চলবে কোর i5 9th জেনারেশন প্রসেসরে। আপনি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন।

ASUS TUF Gaming F15

  • ASUS TUF Gaming F15 ল্যাপটপের অ্যামাজনের লিস্টিংয়ে দাম রয়েছে 84,990 টাকা। তবে সেলে এই Amazon Great Indian Festival সেলে এই ল্যাপটপ বিক্রি করা হচ্ছে 56,990 টাকায়।
  • এই ডিভাইসের ওপর সেলে দেওয়া হচ্ছে মোটামুটি 33% ডিসকাউন্ট। পাওয়া যাচ্ছে 28,000 টাকার ছাড়। স্পেসিফিকেশনের দিক থেকে এই গেমিং ল্যাপটপে রয়েছে 15.6 ইঞ্চির ডিসপ্লে। ইএমআই শুরু হচ্ছে 2,683 টাকা থেকে। আপনি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন।

Dell G3 3500 Gaming Laptop

  • Dell ব্র্যান্ডের G3 3500 গেমিং ল্যাপটপের দাম অ্যামাজনের সেলে রয়েছে 75,948 টাকা। তবে এই ডিভাইসের মার্কেট প্রাইস 86,388 টাকা।
  • গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ডিভাইসের ওপর দেওয়া হচ্ছে 10,440 টাকার ডিসকাউন্ট। এছাড়া রয়েছে 18,200 টাকার এক্সচেঞ্জ অফার। ইএমআই শুরু হচ্ছে 3,575 টাকা থেকে। Dell G3 3500 Gaming Laptop আসছে 15.6 ইঞ্চির ডিসপ্লের সাথে। আপনি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন।

HP Victus Gaming Laptop

  • HP Victus গেমিং ল্যাপটপ অ্যামাজনের সেলে কেনা যাবে 72,990 টাকায়। আসল দাম রয়েছে 85,215 টাকা।
  • এই ল্যাপটপের ওপর আজ দেওয়া হচ্ছে 14% ছাড়। কেনা যাবে মার্কেট প্রাইসের থেকে 12,225 টাকা কমে। এই ডিভাইসের ইএমআই শুরু হচ্ছে 3,436 টাকা থেকে। এই গেমিং ল্যাপটপ আসছে ফ্লিকার ফ্রি ডিসপ্লে ফিচারের সাথে। স্টোরেজ হিসেবে রয়েছে 8GB RAM এবং 512GB SSD। আপনি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন।
Connect On :