ASUS তাদের স্লিম ল্যাপটপ লাইনআপের জন্য Zenbook UX330 ল্যাপটপ লঞ্চ করেছে. এই ল্যাপটপের দাম Rs. 76,990 থেকে Rs.96,990 অব্দি হবে. এই ল্যাপটপটির ডিজাইন অনেকটা আগের মতনই.
ASUS ল্যাপটপের পুরো লাইন আপ এবার অনলাইন আর অফলাইন দুটি প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে. ASUS ZenBook UX330 লাইন আপে 5টি নতুন ল্যাপটপ অ্যাড করেছে. এই সব ল্যাপটপে 13.3 ইঞ্চি ডিসপ্লে আছে.
এর মধ্যে সবথেকে কম দামের ভেরিয়ান্টে FHD প্যানেল আছে বাকি সব ল্যাপটপে QHD+ প্যানেল থাকছে. ইউযার্সদের কাছে কোর i5-7200U আর কোর i7-7770U প্রসেসারের বিকল্পও থাকছে. এই সব ল্যাপটপে 8GB র্যাম আর স্টোরেজ 256GB SSD থেকে 512 SSD অব্দি আছে.
ZenBook UX330 লাইনআপের সমস্ত ল্যাপটপই 3 সেল ব্যাটারি যুক্ত. কোম্পানি দাবি করেছে যে এই ব্যাটারি 12 ঘন্টার ব্যাকআপ দেয়. এই সব ল্যাপটপের থিকনেস 13.5 mm আর ওজন 1kg.
এই সব ল্যাপটপে 2 USB পোর্ট আছে. এছাড়া একটি USB-C আর একটি SD কার্ড সল্ট আছে. এই ডিভাইসে একটি মাইক্রো HDMI পোর্টও আছে. এছাড়া এই ডিভাইসে একটি হেডফোন/মাইক কম্বো পোর্ট আছে. এই সব ল্যাপটপের সঙ্গে 2 বছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে.