অসুস লঞ্চ করলো চমত্কার ল্যাপটপ-ট্যাবলেট হাইব্রিড ডিভাইস-Chromebook Flip C302CA

Updated on 05-Jan-2017
HIGHLIGHTS

Chromebook Flip C302CA’র ব্যাটারি ব্যাকআপ 10 ঘন্টার এবং এর ওজন 1.2kg থেকে ও কম.

আসুস আপনার জন্য নিয়ে এসেছে একটি আকর্ষণীয় একটি নতুন ল্যাপটপের মডেল ৷ সম্প্রতি Chromebook Flip C302CA লঞ্চ করেছে আসুস৷

খুব শীঘ্রই বাজারে আশতে চলেছে নতুন এই ল্যাপটপ৷ সংস্থার তরফে জানানো হয়েছে এর মূল্য 33,962 টাকা৷ এই ল্যাপটপে রয়েছে 12.5 ফুল এইচডি ডিসপ্লে৷ যার 360 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়৷ অথার্ৎ আপনা আপনার চাহিদা ও প্রয়োজন অনুযায়ী তা অ্যাডজাস্ট করতে পারবেন৷ এর জেরে আপনি এটাকে ল্যাপটপ ও ট্যাবলট দুটো হিসেবেই ব্যাবহার করতে পারবেন৷

আরও দেখুন : এক্সচেঞ্জ অফারে মাত্র 9,990 টাকায় আপনার হতে পারে আইফোন 6 16GB ভেরিয়েন্ট

গ্রাহকরা নিজেদের প্রয়োজন মতো প্রোসেসর পছন্দ করার সুবিধা পাবেন৷ এতে M3 ও M7 রয়েছে৷ পাশাপাশি 4 ও 8GB র‍্যাম আপনি সিলেক্ট করতে পারবেন৷ স্টোরেজের জন্য 32, 64 ও 128GB’র মধ্যে দরকার অনুযায়ী সিলেক্ট করতে পারবেন৷ এক কথায় ল্যাপটপের কনফিগারেশন আপনি আপনার মতো করে ম্যানেজ করতে পারবেন৷

ল্যাপটপের ওজন মাত্র 1.3 কিলোগ্রাম৷ চওড়ায় ল্যাপটপটি 13.7 মিলিমিটার৷ ফলে ল্যাপটপটি অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি৷ ল্যাপটপে রয়ে 39WH ব্যাটারি যা 10 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিয়ে থাকে৷

আরও দেখুন : HMD গ্লোবাল এই বছর লঞ্চ করবে 6 থেকে 7টি নকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন – রিপোর্ট

আরও দেখুন : মাত্র 13,999 টাকায় লঞ্চ হল LeEco Le2’র 64GB ভেরিয়েন্ট

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :