Asus -এর তরফে 13টি নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করা হল। এর মধ্যে কিছু বিশেষ এডিশন ল্যাপটপ আছে। এই ল্যাপটপগুলো মূলত প্রফেশনাল গেমারদের জন্য নিয়ে আসা হয়েছে।
Strix, TUF, Flow, Zephyrus সিরিজের একাধিক ল্যাপটপ লঞ্চ করা হয়েছে এখানে AMD/Intel CPU বা Nvidia GPU আছে। এই ল্যাপটপগুলোর দাম শুরু হচ্ছে 1.05 লাখ টাকা থেকে। এই সদ্য লঞ্চ হওয়া ল্যাপটপের মধ্যে সব থেকে দামী ল্যাপটপটি হল Asus ROG Flow Z13 ACRONYM। এটার দাম শুরু হচ্ছে 2,84,990 টাকা।
Asus -এর তরফে যে গেমিং ল্যাপটপগুলো লঞ্চ করা হয়েছে সেগুলো এক একটি এক এক সাইজ এবং শেপের। এই ল্যাপটপগুলো কেউ চাইলে কিছু এডিটিং বা রোজকার কাজের জন্য ব্যবহার করতে পারেন। যদিও Asus -এর তরফে এর মধ্যে সস্তার ZenBooks এবং VivoBooks নিয়ে আসা হয়েছে যেখানে আছে 13th Gen Intel core CPU। Asus -এর অফিসিয়াল চ্যানেল থেকে কেনা যাবে এই ল্যাপটপ।
Asus ROG TUF A15: Rs 1,05,990
Asus ROG TUF F15: Rs 1,15,990
Asus ROG TUF A17: Rs 1,34,990
Asus ROG TUF Gaming A16 Advantage Edition: Rs 1,39,990
Asus ROG Strix G16: Rs 1,44,990
Asus ROG Zephyrus G14: Rs 1,49,990
Asus ROG Strix G17: Rs 1,59,990
Asus ROG Strix G18: Rs 1,69,990
Asus ROG Zephyrus G16: Rs 1,69,990
Asus ROG Flow X13: Rs 1,74,990
Asus ROG XG Mobile – RTX 4090-16GB: Rs 2,01,990
Asus ROG Flow Z13: Rs 2,09,990
Asus ROG Flow Z13 ACRONYM: Rs 2,84,990
Asus -এর তরফে TUF A17 এবং A15 এর 17 এবং 15 ইঞ্চির ডিসপ্লে যুক্ত দুটো ল্যাপটপ লঞ্চ করা হয়েছে। এই ল্যাপটপে AMD Ryzen R9 7940HS প্রসেসর আছেন Radeon Graphics রয়েছে এই ল্যাপটপে। Asus -এর তরফে NVIDIA RTX 4060 গ্রাফিক্স 140W Max TGP রয়েছে এখানে।
গ্রাহকরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ডিসপ্লে ভ্যারিয়েন্ট বাছতে পারবেন এখানে কোয়াড HD রেজোলিউশন সহ 165 HZ রিফ্রেশ রেট এবং 144 HZ রিফ্রেশ রেট সহ ফুল HD ডিসপ্লে আছে। 90Wh ব্যাটারি আছে এখানে যা 12.5 ঘণ্টার ব্যাটারি লাইফ দিতে সক্ষম।
আরও পড়ুন: Computer বা Laptop ভীষণ স্লো হয়ে গিয়েছে? দেখুন কী করলে ফিরবে হাল
এই ল্যাপটপ দুটো মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি নিয়ে এসেছে। এখানে আছে Intel core i9 13900H প্রসেসর। এখানে GeForce RTX 4060 GPU পাবেন।
এখানে একটি নতুন ফ্লিপ ছোট LED ব্যাক লাইটিং মেকানিজম পাবেন। এটি আপনার ল্যাপটপটিকে আরও এনার্জি এফিশিয়েন্ট করে তুলবে। এখানে ডুয়াল স্পিকার আছেন আছে Dolby Atmos সাপোর্ট এবং HI RES Audio সার্টিফিকেশন।
16 এবং 18 ইঞ্চির ডিসপ্লে মিলবে এখানে। 13th Gen Core প্রসেসরের সাহায্যে চলে এটি।
এটির ওজন মাত্র 1.65 কেজি। এখানে আছে AMD Ryzen 7000 প্রসেসর সহ RTX 4000 গ্রাফিক্স এবং MUX সুইচ। কোয়াড HD+ নেবুলা ডিসপ্লে আছে এই ল্যাপটপে।
এটা সব থেকে প্রিমিয়াম ল্যাপটপ। এখানে Core i9 13900H প্রসেসর আছে, সঙ্গে GeForce RTX 4070 GPU আছে।
এখানে i9 13900H CPU সহ GeForce RTX 4068 GPU আছে। এখানে 16 ইঞ্চির একটি নেবুলা ডিসপ্লে আছে কোয়াড HD রেজোলিউশন সহ।
আরও পড়ুন:40,000-এর মধ্যে ল্যাপটপ খুঁজছেন? পছন্দের তালিকায় রাখুন HP, Realme-এর এই ডিভাইসগুলো
এটির ওজন 1.3 কেজি। এখানে Ryzen 9 CPU এবং RTX 4090 GPU আছে। কোয়াড HD+ ডিসপ্লে সহ 165 HZ রিফ্রেশ রেট আছে এই ল্যাপটপে।
i9 13900H CPU সহ GeForce Rtx 4060 GPU আছে। এটির ওজন 1.18 কেজি। এটা ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে। আছে কোয়াড HD+ ডিসপ্লে সহ 165 HZ রিফ্রেশ রেট।